বুধবার, ২৬ মার্চ, ২০১৪

ধাত্রীর কোলে



ধাত্রীর কোলে
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

হায় ! হায় 1 রবে হতাশ গুঞ্জনে বৃদ্ধি
পায় মনের ব্যাকুলতা, জীবন মিশে
চলে যাবে খালি হাতে ধাত্রী মা’র কোলে৷
সময় থাকতে নিজেরে কর চেতন,
নিজেরে নিজে কর গো মুক্তি সচেতন ৷
তুমি মায়া মায়ার্তে বেড়াজালে আবদ্ধ
নিজের চেষ্টায় নিজে নিজে হও জিন্দা ৷
মাটিই প্রকৃতি হতে করবে সে বমি,
হও গো সৎকর্মপরায়ণ আত্মত্যাগী ৷
পরের তরে যারা করে দান জীবন,
ভূবনে তাদের কভূ হয় না মরণ ৷
কর্মগুণে বেঁচে রবে জনম জনম,
তাঁরাই থাকবে জীবিন্ত চিরজীবন ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন