বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

শয়তানের ডায়েরী নয় তবে (৭)



শয়তানের ডায়েরী নয়  তবে (৭)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

কি বলে তোমার সাথে কথাবার্তা শুরু করব  ভাবতেই মনে পড়ল বড় অক্ষরে লেখা ‘শয়তানের ডায়েরী নয় তবে’ এই সুযোগের কিছু সৎ ব্যবহার না করলে নিজের শুকরটিকে পোষ মানানো যাবে না ৷ কারণ আমি ইচ্ছা করলেই জীবন ও মৃ্ত্যু দান করতে পারি না ৷
যদি পারতেন তাহলে ?
দেখ এ প্রশ্নের জবাব আগেও দিয়েছি ৷ যে কেহ আগমনের উদ্দেশ্য ধ্বংস নয় বরং বার্তা বহন করে আনা ৷ আমার তো জানিয়ে দেবার নুতন কোন বার্তা নাই ৷ আর কাকেও ধ্বংস হত্যা, কতল করার ক্ষমতা নাই ৷ তুমি তো শয়তান, তুমি কিয়ামত দিবস পর্যন্ত জীবিত থাকবে তা তো জানতাম ৷ বইয়ের নামের বদৌলতে একটুখানি দোয়া দরূদ পাঠ না করলে সমালোচকেরা বইয়ের নামকরণ যথার্থ হয়েছে অন্ততঃ একথা বলবে না ৷ ‘অসিও কুরসিওস ছামাওয়াতি ওয়াল আরদ্’ ৷ আললাহতায়ালার আসন অবস্থান ও শক্তিমহিমা সমস্ত বিশ্ব জগত ব্যাপিয়া সমানভাবে বিস্তূত রহিয়াছে ৷’
ইহা এমন এক সুত্র যে, যাহা বিজ্ঞানের মূল ৷ পূর্ণ দোয়াটা যারা আমল করে শয়তান তো তাদের ধারে যেতেই পারবে না ৷ গতবার তুমি বলেছিলে যে আমার সাহিত্য কর্মে তুমি সাহায্য করবে ৷ আমি একটি গানের মত বর্ণনা করি আর এ গানটি তোমার পছন্দ হলে গাইও 
বধূ নাচে কোমর দোলাইয়া ৷
একাই করলা মনে মনে ভোগ
সত্যিকে ঘুরানো মেশিনে চেপে
ইক্ষুর রস কাঁচের গ্লাসে নিয়ে
দেখাইলা মোরে রসের মনভোগ ৷

রাগ আমার থামাইলা
মনে মনে ফুসকিয়া অভিমানে
তন্ন তন্ন করে দেখলাম বেলায় বেলায় ৷
বসে আছে ইক্ষু মাড়াইয়া খাবার আশায় ৷

আজ বলতে হবে তোমার পুত্র কিনা!
অনাহারে মাস শেষে শবেকদরে গেলে চলে ৷
দোস্ত বলে আমায় কি শান্তনা দিলা !
পুত্র দোলনায় বধূ আহা কোমর দোলায় ৷

যোগ করাইলা আরও ইক্ষু মাড়াইয়া
আমায় সেথায় কি করাইলা !
বারণ করিয়া আসি চলিয়া
বধূ নাচে কোমর দোলাইয়া ৷

যাব না আমি থানে
লাগাব না সুগন্ধি সুরমা
বৎসা গায়ে কোমর লাগাও ৷
বধূ নাচে কোমর দোলাইয়া ৷
আশা করি এরূপ গানের কলি তোমায় আনন্দ দেবে ৷ আজ এখানে শেষ করি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন