বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

নফস অমর নয় তবে



নফস অমর নয় তবে
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

হে দয়ার সাগর ! আমি কেবল গাই
রূহের গান, যে জন নাহি বুঝে রূহ,
সে জন করে তিমির অন্ধকারে বাস;
রূহের নাহি আছে কোন রকম দোষ ৷
সদা তার মিলন ঘটে তোঁমার সাথে,
হয়ে যায় সে একাকার তোঁমারি সনে ৷
সে ধাপে ধাপে করে অতিক্রম ভূবন,
লেথায় যেথা তুঁমি তোঁমার দরশনে ৷
ত্রিভূবনে মানুষ হবে উল্টো ধরণ,
আজিকের ধরণে এই যে অন্য আমি
আকার কি পারে গো নিরাকারে মিশতে !
নবরূপে দৃশ্যমান আমি মানুষ ,
তাঁর অনু সর্বশেষ সেও পাবে স্থান ৷
নামে নফস কেবল মরে একবার ,
সূক্ষ্ন নফস মানুষের থাকে অমর ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন