কবির
লড়াই
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124)
মনে পড়ল কবির গান বাংলার
ঐতিহ্য
দুই কবির যুক্তি কবিতার
সুরে জীবন্ত
অনর্গল ভেসে আসে সঙ্গত
উক্তি
কবির গান কবির লড়াই সবই
পাণ্ডিত্য ৷
মধ্যে মধ্যে গান
সাথীবৃন্দের হাকডাক
জমজমাট আসর অপূর্ব তার
মিলন আনন্দ
অন্যকবি এসে কবিতার লুরে
করে ঘায়েল
কে বা তাদের যোগায় ছন্দ
শব্দের সমাহার
যদি লিখা হত পুস্তক আকার
ধারণ করত
সারারাত চলত এই আসর একের
পর এক
দুমিলে হত শেষ কীর্তণ শেষ
অপূর্ব মিলন ৷
আজও মনে পড়ে এই গান ঐ আসর
উহা যে মহামূল্যবান বিধির
আশ্চর্য দান
বাংলার সেইসব সংস্কৃতি আজ গেছে মুছে
কৃষ্টি মুছে আমদানি হয়েছে
বহু রীতি
সত্যের লাথে মিথ্যাই
নিয়েছে ঠাঁই ৷
দু মিলে শেষ হয় আসর থাকে
না মনে দোসর ৷
মনে পড়ল কবির গান বাংলার
ঐতিহ্য
দুই কবির যুক্তি কবিতার
সুরে জীবন্ত
অনর্গল ভেসে আসে সঙ্গত
উক্তি
কবির গান কবির বচন সবই
পাণ্ডিত্য ৷
এমন আসরে জ্ঞান চর্চা হত
চাকচক্য দীপ্ত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন