সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

ঝিরঝির বৃষ্টি



ঝিরঝির বৃষ্টি
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

ঝির ঝির বৃষ্টি ঝরে
শীতের আমেজ বেশ
অকাল বৃষ্টি পথিকের ক্লেশ
হঠাৎ বৃষ্টি দয়িত বর্ষণ ৷

শীতের ঈষৎ প্রকাশে
উষ্ণ বস্ত্র করি পরিধান
তাপত্রয়ে জন্ম দিয়েছে
তাপন হৃদয়ে কম্পন ৷

ভেবেছি বলিব আজ
জীবনের প্রতিদিষ্ট কঠিন
হস্ত সংযুক্ত সে তুমি
তোমার সেই স্মৃতি অমর ৷

পতঞ্জলি তুমি আস
না পাওয়ার যে সুখ
ভরে দাও বুক
তোমাতে সর্বসুখ ৷

ঝির ঝির বৃষ্টি ঝরে
শীতের আমেজ বেশ
না পাওয়ার মাঝে সুখ
সর্বক্ষণ তা মনে পড়ে৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন