শনিবার, ৩১ মে, ২০১৪

চক্ষু



চক্ষু
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
চক্ষু ছবি বিশিষ্ট সব দেখে
কেবল কি দেখা !
মনও টানে,
দুই চক্ষুর পরস্পর মিলন আশ্চার্য আকর্ষণ,
মন বিদ্যুৎ বজ্রপাত পতন ;
ভালবাসার পাত্রের মন হয় জাগ্রত ৷
মনের কথা সব সময় বলা যায় না ৷
খারাপ চক্ষু দৃষ্টি পৃথিবীর সর্বত্র,
রঙে তা নানান ধরন
চক্ষু নয় তার গুণাগুণ বিচার্য,
ছবিতে এক চক্ষুও সুন্দর,
কিন্তু একচোখা খারাপ;
তবুও সব চোখ কথা বলে ৷
মনের কৌশল বর্ণনায়
তারা কেউ নহে কম ৷
চক্ষুর পলক বুঝিয়ে দেয়
যদিও ভিন্ন ভিন্ন ভাবে চমকায় ৷
চোখের পলক যদি পড়ে তবে হারায়,
এক্ষেত্রে কি যে দাঁড়ায়!
মনকে উতলায়,
কেনই বা চোখের পলক চমকায়,
তা যেন বিদ্যুতের ন্যায় ৷
কাকেও করে হতবাক কিন্তু তুমি তা জান না,
দেখলাম চলমান পথিক বেশে,
দেখিয়া পলকের পর পলক
কিন্তু হারাল প্রাপ্ত নম্বর এই খেলায় ৷
জয় তার হয়েছে খুব জোরে গোল করেছে,
বল একেবারে হৃদয়ের খুঁটির ভেতর ৷
তাই হলাম আশ্চার্য,
মেঘ না হতেই বৃষ্টিপাত
আর বিদ্যুতের ঝলকানি ৷
ভালবাসার পাত্র হিসেবে পেয়েছি;
না সে কারও ভালবাসার পাত্র নয়,
কিন্তু তা আমি ভাবে ভাবি,
তাইতো এখনও লিখি,
ভালবাসা খাটো নয়
সবসময় তুমি আমার ভালবাসার পাত্র ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন