পৃথিবীর
একদিন (৭)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI Mobile
Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124,
কি সুন্দর ঐ মহিলা!
ষিনি দান করেছেন বারটি কন্যা সন্তান,
জন্মদান বা প্রসব হিন্দু ও আমাদের মাঝে
এনে দিয়েছে বিভাজন;
সবই ভাষাভেদে ভিন্ন অর্থবোধক;
কোথাও প্রসব কোথাও সৃষ্টি
এইতো আমাদের কৃষ্টি ৷
কিন্তু না, কালো এবং সাদা মাঝেও বিরোধ,
তবুও আমি এমন কিছুই বলতে পারছি
না;
মা হয়েও কালোকে ভালবেসেছি তাই,
জানি আমি কালো যে কালো নয়
;
পরিবেশ এবং স্থানভেদে তুমি
কালো ৷
তোমার কথাই বলি এক পবিত্র
আত্মার মেয়ে তুমি,
ঐ সেই আত্মা হয়তো তাকে আমি
ভালবাসি,
তোমার তো তুলনাই হয় না!
এমনও হতে পারে কোন এক কালে
আমরা একসাথে ছিলাম অন্যস্থানে;
ঐ কারণেই এত গভীর ভালবাসা
৷
হয়তো একদিন ঐখানে দেখা হবে;
তখন আমার দুরাবস্থা দেখে তুমি
হাসবে,
কারণ তুমি ধন্য পবিত্র আত্মার কন্যা ৷
হয়তো কালোরা সাদার চেয়ে অন্যদের বেশী ভালবাসে,
একথা এইজন। হিন্দুরা অনুরূপ;
স্বামীর প্রতি গভীর ভালবাসা আর
শ্রদ্ধাই প্রধান;
তাই বলে কালোর প্রতি বিরূপ মনোভাব তিরষ্কৃত ৷
সাদার অস্তিত্ব বিরল যদি নাই থাকে
কালো ৷
এতদিন ছিলে কোথায়!
অনেকে আমার লিখা পছন্দ করে
না;
কৃষ্ণ বুদ্ধ দেখে মূখ ফিরায়,
যীশুর প্রাধান্য একটু হলেও
তা হতে পারে ঘৃণিত,
কিন্তু নিত্য আমি সবার তরে;
এ লেখা সারগর্ভশূন্য তবে আমার
প্রাণতুল্য্,
তোমার ভাল লাগতেও পারে;
ইতি টানি সম্মানিত আত্মাকে করে শ্রদ্ধা ওহে দূরর্শিতা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন