আত্মা বাড়ে
আবুলকালামআজাদবাসু
26/1/15
(CE0682 HUAWEI Mobile Model
E1550,
ID 558124 Support
microsft.Com/ kb/ 558124
Ticket # 72255
Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp
Grameenphone Ltd )
সুর ও ছন্দে
গাঁথায় হয় কবিতা
তবে আমার
লিখা আলবত ভোঁতা;
মোটেই পারি
না করতে সৎরক্ষা যোজনা
কেমন করে
লিখব সুন্দর কণ্ঠস্বর কামনা!
আকাশে উড়ে যাই নেই কোন ভানা
বাহু বন্ধনে আবদ্ধ করার কাউকে
খোঁজে পাই না;
বৃষ্টি ভরা শক্তি আকাশের ঝর্ণা
ঝরায় না
এই ধর্ম নহে তাঁর তপঃ নত শিরে
কর বাসনা ৷
দিনের পর দিন হারাই যৌবন চেতনা
তুমি কেন চিরসবুজ পূর্ণ শশী রূপ জ্যোৎষ্না;
দেখে আকাশ ভাবি কি সুন্দর নীল মনা
সত্যি সেখানে সন্ধান পাই না ভাবনার সুত্রকণা ৷
প্রচেষ্টায় মানুষ থাকবে চির সবুজ কাঁচা
ভালবাসা হারায় সময়ে ফুরালে লাবণ্য যথা;
ডাঙ্গায় ফেলে তারে এই হল স্থাপনা
লত্যিকার ভালবাসা সুচরিত্রা নহে কি শোভা
?মানুষের কতগুণ বিদ্যমান গুপ্ত সুপ্তা
পরিবেশ বান্ধব কয় না তারে অনন্যা;
হৃদয় সংযোগ বন্ধন দীর্ঘ স্থায়ীতা
প্রকৃত ভালবাসা তাঁর বিশ্বনিয়ন্তা ৷
অমর থাক মনেপ্রাণে হইও না দিশেহায়া
আজও অমর তাঁরা মরে নি পায় মর্যাদা;
চল আজ চলি দৃঢ় সরল পথে পানে সুধা
যে জন ভাবে না বর্ণ বৈষম্য সবাই সম আত্মা;
তবেই লে দেখে বলে আল্লাহ একজনা,
আত্মা বাড়ে কবিতা না আল্লাহর কথা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন