শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

পিতা কালাম’ জন্ম কালো (৩৭)



পিতা কালাম’ জন্ম কালো (৩৭)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

যে নিজ গর্বে অপ ব্যাখ্যায় হয় মত্ত
সে নহে গো আল্লাহর  সম্মানিত পাত্র,
যে জন বিশ্বস্তের  অণুসরণে মত্ত
সে কভূ বলতে নাহি পারে ওহীপ্রাপ্ত ৷

শুনোব অন্য জাতির ধর্ম শাস্ত্র তোরে
প্রথমে গমণ কর নিজ ধর্ম ঘন্থে;
আল্লাহ তাঁরে আকাশে উত্তোলন করে
তুমি  তাঁরে সমাধিস্থ করেছ  কাশ্মীরে ৷

নিজ চরিতার্থে তাঁকে নিয়েছ কাশ্মীরে
মিথ্যা ঢাকা পড়ে অকাট্য সত্যের দ্বারে;
যা কিছু রটে তাতো কিছু না কিছু বটে
তোমার  এ ইতিহাস রটে তোমা হতে!

শুনরে ইঞ্জিলের বাণী ক্রুশের কথা
আল্লাহ বলেনি তা যে একেবারে মিথ্যা;
এ হেম বর্ণনাকে কহে যে ইতিহাস
তোমার কথায় লোকে করে উপহাস   

এ সুদীর্ঘ অবস্থান ধরনীর বুকে
তার নাহি গো  কোন ইতিকথা প্রমাণ;
পূর্ণ বয়সের কথা হয়নি সম্পাদ্য
মহাগ্রন্থে  যা তা নাহি হয় উপপাদ্য ৷

যদি জানতে চাও দীর্ঘ সেতুর হেতু   
এ কারণে রচিত হয়েছে বিশ্বসেতু;
কোরআনে নাহি পাবে হেনতর বাক্য
তবে কেমনে বল গো তার নাহি সাক্ষ্য ৷             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন