সাব-তানী
আবুলকালামআজাদবাসু
28-09-15
ছন্দে
তালে সুরে আজ যেন একতান,
নির্মল
হাওয়া বহিছে নেই কেবল ঐকতান,
শীতল
হাওয়ার পরশের ছোঁয়া লেগেছে গায়;
ঝির ঝির
করিয়া সর্বঅঙ্গ স্মৃতির মাতাল হাওয়ায়।
কি যেন
রয়ে গেল বাকী বলিব না কৃপ’ মোট পরের ঘাঠে।
ঐ যে
বাঙালীর আসল রীতি কীর্তি ওগো বন্ধুয়া।
এমন দিন
আর কবে আসিবে হায়! নীরব নীরবতায়,
হাসি
নেই, নাহি কোন দুঃখের ছাপ ঈশারায় এদিক ওদিক,
বিভিন্ন
আধুনিক জলকানী হাতের মুঠোয় শোভা পায়।
সেপ্টেম্বর
গেল শীতের ছোঁয়া পরশে মন আনন্দে
কত
নাচে, পিতামাতার সুখে কতক আত্মহারা
কেউ যেন
স্বজন হারা, পাখী নীড়ে রয়ে গেছে ডিম,
নিয়তির ইতিহাস
এ দিনে নাচরে বালা, নাচরে বালা নাচ,
বাগানে
ফুটিয়াছে গোলাপ ফুল, কাননে মন মুকুট,
তার
সুগদ্ধিতে সবাই আত্মহারা,
সেই ফুল
লুকিয়ে আছে কোন কোণায়?
মনের
বেদনা কেহ বুঝিতে পারে না নিস্তদ্ধ মনা,
কেবল সাব-তানী
বুঝিয়াছে নীরব শিশুর কান্না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন