ঈশ্বর দেখিছ কভু
আবুলকালামআজাদবাসু
(চৌদ্দ অক্ষ্ররের)
শত প্রশ্ন জাগে মনে
অবুঝ অবোধ
ভাবুকের হায়! ডাকে
ঈশ্বর! ঈশ্বর!
মন আতমা কলব রূহ প্রাণ
সর্বশেষ সবটা করল
একাকার।
ছাড়িয়া ণিঃশ্বাস ভাবুক
ভাবে যথার্থ
মনে প্রাণে বিশ্বাস
আনিল তাঁর সনে,
গুরুর কথায় ও কাজে
দেখে একদা
মাতা এসে হাজির তাঁর
সম্মূখপানে
পথিমধ্যে
করেছে মা শক্তির স্মরণ। ডায়েরী ৩
গুরুজনে করে নতশির
সবিনয়ে
করল আরজ, “ঈশ্বর দেখিছ কভু”?
হে প্রাণেশ্বর! “ধর্ম গুরু অতি গোপনে
কহিলেন, “দেখেছি”! তবে কি বা সংশয়?
---------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন