বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

আউল বাউল

আউল বাউল
                আবুল্কালামাআজাদবাসু
আউল আমি বাউল তুমি কি যে ব লি আউল বাউল,
বাউল ছিলাম কিনা জা নি না ত বে আউল ঝাউল।
গান শুনে কি হয়েছি আজ বাউল না ম নের ই বাউল।
আমায় এক টা গান শিখাও বাউল সুরে ম ন মাতানো।

ছিলাম আমি আউল হয়ে গেলাম বাউল
কেন রে? ১৪০০ হিজ রী আর নাই তা ই
গাই নব যুগের গান ঈসায়ী যুগ তবে ইস লাম,
তাই তো আমি আউল নয়্রে বাউল।

আমায় একটা মাত্র গান শিখাও বাউল বাউলিনী
আমার গান হবে তো্মার ভালবাসার ইন্ধন
তা দিয়ে জয় করবো তোমার কোমল মন

তাঁরে পাইলে ভুলে যাব সব যন্ত্রণা আল্লাহ আল্লাহ বলনা!   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন