শক্তিধর
আবুলকালামআজাদবাসু
(চৌদ্দ অক্ষ্ররের)
ID MS 558124.com/kb, LT. NO. 116773888,117482886 Dhaka
ip add,org. 119.30.4728F Scribd.com ID.72255.
শক্তিধর যিনি রয় অগ্রে একাকিনী,
ভাবতে তাঁরে সর্বদা সর্বাগ্রে যামিনী;
মর্ম হেথায় বুঝিতে নারে কমোদিনী
পার্থিব জীবন মায়াজালে আবন্ধনী।
বসন্তের হাওয়া যখন মন দোলে,
কোকিল ডাকে তখন মন বৃন্দাবনে;
হাত ছানির ঈশারায় মনের ঘুম
ভেঙে যদা তাকাও গগণে তার পানে।
তিনি প্রকৃ্তির শক্তি মহিম ঈশ্বর,
কেউ বা বলে গড় কেউ বা ভগবান
সর্বপূজা অর্চনা স্রদ্ধা ভক্তি প্রেম
তাঁর পদতলে সবিনয়ে সমর্পণ।
------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন