কবির কল্পন
আবুলকালামআজাদবাসু

কবির কল্পন সে যে অদ্ভুত কল্পনা,
নহে ধীর স্থির কেবল চিন্তার জল্পনা ৷
এঁকে বেঁকে টানে কোথাও দেয় শান্তনা
চিত্ত খুলে দেখে তার ভেতরের যন্ত্রণা ৷
সমুদ্রের ঢেউ নাচছে এদিক সেদিক
বাতাস তার চির সঙ্গী করে আনমনা ৷
কখনও ঘুরে আকাশে দৃশ্যপটে
মেঘ বহে সেদিক একটানা ৷
দূর আকাশ যেন নীল
সুন্দর দৃশ্য দেখে মন হাসে খিলখিল ৷
সবুজ গাছ লতাপাতা দেখে আঁকে ছবি
মন প্রাণ থাকে না কভু স্থির ৷
অসম বাদ্য বাজায় কভু আপন খেয়ালীপন
কভু আকাশে কভু যায় পাতাল ৷
এ তার কেবল
অপ্রকৃতিস্থ ধরণ
কবি কবিতায় দেয় বিসর্জন ৷
দার্শনিক ভাবে সে পট
ভেবে বলে মানুষের অসার কল্পন ৷
মানুষ বুদ্ধিমত্তায় হয়ে উঠে জয়ী
অসারকে করে নেয় সার
জয় করে অপার ৷
ভাবনা হয় কল্পনা,
তাতে গড়ে উঠে পরিকল্পনা ৷
বাস্তবায়নে দেখা যায় মানুষ
আর নয় মানুষ কেবল ৷
ঘরের কোণে বসে পার হয় সমুদ্র
নাহি লাগে তার পাখির মত পাখা ৷
ভাবনার রূপ রোবট যুদ্ধ করে
আকাশে স্থলে মারে জন কৌশলে ৷
ভাব থেকে কল্পতরু
মানুষের অকৃত্রিম সাধনা ৷
আল্লাহ করেছে দান
দেব না মোরা তার প্রতিদান ?
সবল হয়ে চালাব কি ঝাঁকে ঝাঁকে
কেবল আকাশ বাতাসে যান !