শনিবার, ৩ আগস্ট, ২০১৩

আমিও বুঝি নাই



আমিও বুঝি নাই
আবুলকালামআজাদবাসু

আমিও বুঝি নাই, তুমিও বুঝনি
সে যে আজব কাহিনী
শেখ আজিজুল হক, মুজিবুল হক
তারা কি বুঝিয়াছে কি জানি!
আমিও বুঝি নাই, তুমিও বুঝনি
সে যে আজব কাহিনী
ইমাম আজিজুল হক না জানি
কি বুঝিয়াছে, ঘাঁটির লোক অধীন
তারা কি বুঝিবে দ্বীন;
কর্মে  তারা নহে স্বাধীন ৷
বাদশা নামজাদা, বাবা মম
নুরমোহাম্মদ আহমদ দেখেছ তব
মা নহে মরিয়ম, নুরজাহান বেগম তবে ৷
আহমদ শেখ সালামের জবাব পেয়েছে,
আমিও বুঝি নাই, তুমিও বুঝনি
সে যে আজব কাহিনী
বিস্তারিত নাহি জানি
আল্লাহ মোর সহায়,
দৃঢ় বিশ্বাস রেখে ইতি টানি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন