বুধবার, ৩১ জুলাই, ২০১৩

ক্ষৌরকর্ম



ক্ষৌরকর্ম
আবুলকালামআজাদবাসু
ক্ষৌরকর্ম অর্থ কি
ধারালো অস্ত্র দ্বারা লোম কাটা
বা চুলকাটা, সারা পৃথিবী জুড়ে নরসুন্দর
আর নর-সুন্দরীরা করে সুন্দর বৃদ্ধি,
বাড়তি সৌন্দর্য মানুষের কাম্য ৷
আল্লাহও পছন্দ করেন মানুষের সৌন্দয্য,
সৌন্দয্যের নামে অসৎ  প্রবৃত্তি
সমাজে বয়ে আনে ধ্বংস আর বিনাশ ৷
মুক্ত হস্তে লিখা
অনভ্যাস দু মিলে লিখা মোর কবিতা
তাতে নাই বাধ্যবাধকতা ৷
অপর করতে পারে না স্পর্শ শরীরের সর্বাংর্শ,
বাহির ভেতর সর্ব সৌন্দর্য
যা কাম্য তা পুরাপুরি ধারালো অস্ত্র
ব্যবহারে অনেকেই যে অক্ষম ৷
নারী-সুন্দরী ও নারীদের কথা ব্যতিরেকে
মোটা তাজা লোকের বর্ণন,
নহি নীতি নির্ধারক
ভুল ত্রুটি স্বীকারকারী ৷
পুরুষের বেলায় খাটো করণ ক্ষেত্র বিশেষে
এ মোর কথন ৷
মুক্ত হস্তে লিখা
অনভ্যাস দু মিলে লিখা মোর কবিতা
তাতে নাই বাধ্যবাধকতা ৷
ক্ষৌরকর্ম অর্থ কি
ধারালো অস্ত্র দ্বারা লোম কাটা
বা চুলকাটা, সারা পৃথিবী জুড়ে নরসুন্দর
আর নর-সুন্দরীরা করে সুন্দর বৃদ্ধি,
বাড়তি সৌন্দর্য মানুষের কাম্য ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন