শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

এইরূপ ঘটিলে

এইরূপ ঘটিলে
আবুলকালামআজাদবাসু

এইরূপ ঘটিলে মন্দের-ভাল
খুঁজিয়া হইবে পেরেশান,
শেষের দিন আসবে ফিরে
শোনবেও না কেউ মায়ের
বুকের বেদন, পাষাণ হবে না
বিগলিত,শান্ত হবে না মন৷
ধরায় আসবে ফিরে অমঙ্গল
নিজেদের মাঝে আসবে ভাঙ্গন ৷
সে জাতি হবে উচ্ছৃঙ্খল
বোনের আর্তনাদ, মেয়ের করুণ চীৎকার
ভাবের জগতে দিয়েছিলাম পাড়ি
আত্মা আমার রয়ে গেল ছিদরাতিল মোনতাকিম
রূহ গেল দরশনে
ভাবি কই তুমি?
অন্বেষণে কাটাই কাল
ভ্রমণে পাই না কূল ৷
মন্দের-ভাল যদি নাহি পাও
মাতৃ-সদন রক্ষা করিও চিরকাল ৷
অটুট মাতৃ-স্নেহ আর মাতৃ-ধন
জানি আমি সব তবুও দিব না ছাড়
পিতৃতুল্য কত যে মহান?
কারো কাজে যদি লাগে এই বয়ান
রাজনীতিতে নাহি হবে তার স্থান ৷
বিবেক বুদ্ধিতে হয় সফল কাম-কর্ম ৷
মন্দের-ভাল হয়ে যদি চল
আল্লার কাছে তার স্থান
নচেৎ ভবিষ্যতে হবে
নির্ধারিত দিন আসবে তড়িৎ ৷
মঙ্গল-অমঙ্গল সবই হবে
নির্ধারিত দিবসে মাতৃ ক্রোড়
খালি করে বিচার দিবসে হবে অপমান ৷
শেষের দিন আসবে ফিরে
শোন-বেও না কেউ মায়ের
বুকের বেদন, পাষাণ হবে না
বিগলিত,শান্ত হবে না মন৷
ধরায় আসবে ফিরে অমঙ্গল
নিজেদের মাঝে আসবে ভাঙ্গন ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন