এইরূপ ঘটিলে
আবুলকালামআজাদবাসু
এইরূপ ঘটিলে
মন্দের-ভাল
খুঁজিয়া হইবে পেরেশান,
শেষের দিন
আসবে ফিরে
শোনবেও না
কেউ মায়ের
বুকের বেদন,
পাষাণ হবে না
বিগলিত,শান্ত
হবে না মন৷
ধরায় আসবে
ফিরে অমঙ্গল
নিজেদের মাঝে আসবে ভাঙ্গন ৷
সে জাতি
হবে উচ্ছৃঙ্খল ৷
বোনের আর্তনাদ,
মেয়ের করুণ চীৎকার
ভাবের জগতে
দিয়েছিলাম পাড়ি
আত্মা আমার
রয়ে গেল ছিদরাতিল মোনতাকিম
রূহ গেল
দরশনে
ভাবি কই
তুমি?
অন্বেষণে কাটাই কাল
ভ্রমণে পাই
না কূল ৷
মন্দের-ভাল
যদি নাহি পাও
মাতৃ-সদন
রক্ষা করিও চিরকাল ৷
অটুট মাতৃ-স্নেহ
আর মাতৃ-ধন
জানি আমি
সব তবুও দিব না ছাড়
পিতৃতুল্য
কত যে মহান?
কারো কাজে
যদি লাগে এই বয়ান
রাজনীতিতে
নাহি হবে তার স্থান ৷
বিবেক বুদ্ধিতে
হয় সফল কাম-কর্ম ৷
মন্দের-ভাল
হয়ে যদি চল
আল্লার কাছে
তার স্থান
নচেৎ ভবিষ্যতে
হবে
নির্ধারিত
দিন আসবে তড়িৎ ৷
মঙ্গল-অমঙ্গল
সবই হবে
নির্ধারিত
দিবসে মাতৃ ক্রোড়
খালি করে
বিচার দিবসে হবে অপমান ৷
শেষের দিন
আসবে ফিরে
শোন-বেও
না কেউ মায়ের
বুকের বেদন,
পাষাণ হবে না
বিগলিত,শান্ত
হবে না মন৷
ধরায় আসবে
ফিরে অমঙ্গল
নিজেদের মাঝে আসবে ভাঙ্গন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন