সোমবার, ২৯ জুলাই, ২০১৩

আমার ভেতরে আমি নাই



আমার ভেতরে আমি নাই
আবুলকালামআজাদ বাসু

ওরে আমার ভেতরে ‘আমি নাই’, হিয়া
মাঝে ‘আমি’ বাস করে; আমার ভেতরে
‘আমি’ নাই, তারে ভুলে থাকার সময়
নাই, এবার মনের গভীরে তাকাও,
ওরে! ঘূমে থাকার সময় আর নাই,
দিন রাত ভাব তাঁরে, প্রেম ভক্তি ভরে,
কর প্রার্থনা ভুলে সব যত যাতনা
নির্ভর কর তাঁর উপর, সে মহান;
প্রার্থনা কর, কর প্রশংসা, গাও গান;
রক্ষক যে তার তিনি, দৃঢ় মনে ছেড়ে
দাও, যত সব মনের জ্বালা যন্ত্রণা ৷
ওরে! আমার ভেতরে ‘আমি’ নাই, হিয়া
মাঝে বসে আছেন কে একজনা; ওরে!
আমার ভেতরে ‘আমি’ নাই, হিয়া মাঝে
‘আমি’ স্বচ্ছ আয়না, তাঁরে যে চিনি নাই ৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন