ওহে প্রাচ্য
ও পাশ্চাত্য
আবুল
কালাম আজাদ বাসু
হে প্রাচ্য!
তোমায় প্রণাম আমি কালাম,
হে মধ্যপ্রাচ্য!
তোমায় যে করি স্মরণ
তোমারে লাখো
লাখো সালাম, তুমি রবি;
আমি কৃষ্ণকালো
মেঘ, প্রকৃতির শক্তি,
সেই উংস
এক নগণ্য শ্বাস প্রশ্বাস ৷
হে পাশ্চাত্য!
আমি কি উদ্বারকর্তা! নহি
বিধাতা ৷
আমি কি ত্রাণকর্তা, পরিত্রাণ
দাতা? বল
যে আমায় তাই! তবে হবে
যে মুক্তি
যদি বিশ্বাস হয় মহাগ্রন্থ ৷
কি মতে রচে
একজনা সর্ব প্রমাণ!
পাঠ কর ভেবে
চিন্তে দেখিও দর্শন;
হে প্রাচ্য!
পাশ্চাত্য লও আমার সালাম ৷
আমি কৃষ্ণ
বুদ্ধ ঈসা মসিহ অঙ্কনে
হে প্রাচ্য
পাশ্চাত্! আমি জানাই প্রণাম ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন