শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

গবেষণা

        গবেষণা
আবুলকালামআজাদবাসু

কোরআন পাঠে মিলে পূণ্য, কখনও
তুমি যাবে না শূণ্য, পাবে গবেষণায়
পরান তা যে অমূল্য তার নাহি তুল্য ৷
গানে আছে যশ, সেই সূরে করে মন
বশ, দু যার হয় বোধগম্য তার যে
নাহি তুলনা; তার জন্মে ধ্যান ধারনা;
গবেষণায় তাঁর প্রতি জন্মে ভাবনা,
মানব কর্মে কোরআন পাঠে মিলে পূণ্য
সে ধন্য; যে যত খুঁটিনাটি বিশ্লষণে
গবেষণায় আনবে নতুন প্রযুক্তি
মানব কল্যাণে; হবে মানবের জয়
এ বিস্ময়! এ হোক মানবের কল্পনা
গবেষণায় আন প্রান তাঁর ধারনা ৷


    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন