মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

অরক্ষিত মাতৃ-সদন

        অরক্ষিত মাতৃ-সদন
আবুলকালামআজাদবাসু

মন্দের-ভাল করিয়া কামনা বাসনা
তা করতে অর্জন পৃথিবীকে জানালাম
রাখিয়া চরণ বিশ্ব-নিয়ন্তার পায়
আপন -গুঞ্জ ভুলিয়া মাতৃস্তন
ভাঙ্গিয়া দিল নিজ মাতৃ-সদন ৷
হায়! যে শুনে হাহাকার বুকের
কান্না পাজর ছিড়িয়া পাষাণ হৃদয়
অনর্গল ঝরাবে বৃষ্টি,
বারিধারা নদীপথ গতি করল পরিবর্তন
ধ্বংস যজ্ঞ পৃথিবীবুকে চালাইল নির্মম
বেদনাদায়ক হিতাহিত হীন হাসি তামাশার
কর্ম মাতৃবুক ছেদন,
মাতাল মাতাকে সৃর্য করেছিল দান
মাতৃক্রোড় ভুলিয়া ভাঙ্গিয়া দিল মাতৃসদন
মাতার মুখে তোলে দিল উত্তপ্ত স্রোতের
একরাশি জল, সেই জলে ভেঙ্গে দিল
নদীর সুদৃঢ় বাঁধ, ভাসিয়া গেল যত কামনা বাসনা ৷
আপন -গুঞ্জ ভুলিয়া মাতৃস্তন
ভাঙ্গিয়া দিল নিজ মাতৃ-সদন ৷
মন্দের-ভাল হইল না অর্জন;
কলুষিত আবর্জনা স্রোতে ভাসাইয়া
পূর্ণ করল ক্রন্দনরত সৃষ্টির মাতৃসদন ৷
হে মোহাম্মদ (সঃ), তোমায় করি স্মরণ
যত নবীরাসূলদের করলাম বরণ ৷
আওলিয়া গাউছ কুতুবদের স্মরিয়া
জানাই এ মিনতি মাতৃক্রোড় স্নেহ
মাতার দান পৃথিবীতে আসা গুঞ্জ
সৃর্যকে করল অপমান ৷
হিতাহিত জ্ঞান ভঙ্গ করে দু-কূল
ভাসাইয়া অজস্র জলরাশি করল
গতিপথ পরিবর্তন উত্তপ্ত জলে
মাতাকে করল মাতাল ৷
সৃষ্টির বাঁধন মাতৃক্রোড় স্নেহ
ভুলে মায়ের বুকে করল নির্মম আঘাত ৷
ধরণী শীতল হয়ে ঝড়ে হল নর্দমার কুঁড়ে,
আঘাতের পর আঘাত
মাতার মাতলামি সৃষ্টির সৃষ্ট পথ
পরিবর্তন ধারা বয়ে যমের হাতে
হবে বলি, ধন ভুলেছে তারও পরিণতি,
সামান্য সুখের লাগি মায়ের স্নেহ বন্ধন
ভুলে তারেই বানাল নর্দমার ঝুড়ি ৷
মন্দের-ভাল করিয়া কামনা বাসনা
তা করতে অর্জন পৃথিবীকে জানালাম
রাখিয়া চরণ বিশ্ব-নিয়ন্তার পায়
আপন -গুঞ্জ ভুলিয়া মাতৃস্তন
ভাঙ্গিয়া দিল নিজ মাতৃ-সদন ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন