আমার কথা প্রথম খণ্ড (২৯)
আবুলকালামআজাদবাসু

এ কারণে রচিত হয়েছে বিশ্ব-সেতু,
কোরআনে নাহি পাবে হেন
তর বাক্য
তবে কেমনে বল গো তার
নাহি সাক্ষ্য,
ধরণীতে তার নাহি দলিল
নজির!
পূর্ণ বয়সের কথা তা কর
হাজির,
পাক কোরআনে উদ্ধৃত
বাক্যের কথা ৷
বিশ্ব সেতু রচনা করার
নিমিত্তে বাস্তবে হিন্দু অহিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, ইহুদি ও মুসলিম সর্ব জাতির ধর্ম
প্রচারকদের একীভূত করে নিজ নামে প্রকৃতির শক্তি বলে কোরআনে স্থান করে দিয়েছি সব-ধর্মাবলম্বীদের
৷ যার ইচ্ছা সে এ সেতু একপ্রান্ত থেকে অপর প্রান্ত গমন করতে পারবে ৷ প্রাচ্য থেকে
মধ্যপ্রাচ্য হয়ে সুদূর পাশ্চাত্য পর্যন্ত এ দীর্ঘ সেতু রচিত হয়েছে কেবল কল্পনার
জন্য নয় বরং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করার নিমিত্ত ৷তার জন্য আশু
ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ৷ কবিতাংশে আবারও কোরআনের সেই আয়াতের বিবৃতি তুলে
ধরা হয়েছে যে ‘পূর্ণ বয়সে সে মানুষের সাথে কথা বলিবেন’ এরূপ বাক্য কোন নবীর জন্য
হয় নাই ৷ তিনি (আঃ) মৃত কি জীবিত সে তর্ক বাদ দিয়ে, উহার পূর্বে নির্ধারণ করতে হবে
যে, কোরআনের এ বাক্যাংশ পূরণ হয়েছে কিনা? যদি কেহ বলে থাকে যে, ‘হয়েছে’ তাদের উচিত
তার প্রমাণ উপস্থাপন করা যেরূপ দৃষ্টান্ত এ পুস্তকে দেয়া হচ্ছে ৷ তাতে থাকতে হবে
তার পূর্ণ জীবনী, কারণ আল্লাহর আয়াত নাযিল হবার কারণে তার অর্থ ব্যাপক হয়ে থাকে ৷
আর যদি তা না পারে, তাদের সমস্ত বর্ণনার অর্থকে স্ব-প্রণোদিত রচনা বলে সুধী-সমাজের
গণ্য করা উচিত বলে মনে করি ৷ (চলবে)৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন