বুধবার, ২৮ আগস্ট, ২০১৩

আমি নিজ



আমি নিজ
আবুলকালামআজাদবাসু
আমি নিজ নিজেরে চিনি না,
ভেতরের কারুকার্য কিছুই জানি না
অপর পর, আত্মা চিনে না রূহ,
রূহ চিনে আত্মা, ধরণীর বুকে
এ কি পরম ধাঁ ধাঁ ৷
মানুষের মাঝে বিরাজমান দু-সত্তা
চিনি কেবল আত্মা,
অচিন পাখী রূহরে চিনলাম না,
কেমনে আসে কেমনে যায়!
সাধনায় আসিয়ায় মিলে দু-জনা
অপরজনকে দেখি না,
সে বা কে কেউ জানে না
এ রূপ এক আজব কাহিনী
কথা বলে মনের ভেতর
প্রমাণ এ তা হয়েছে জানা ৷
আজ আর নয় তা গোপন
যদি শুন শুনিও মোর নথি
গাঁথা এ রতন ৷
বলছে সে তার কথন ৷
ইহা বর্তমান যুগের সৃষ্ট ধরণ,
সর্ব জায়গায় সৃষ্ট জগত
আছে তাঁর প্রমাণ,
উন্নত বিশ্বে আরও উন্নত জীব
সৃষ্টিকূলে যদি হয় ছিদ্র
সেই জীব অতি ভয়ঙ্কর,
মানুষ হারাবে তার জ্ঞান ৷
দু-জাতি বড় ধূর্ত
মানুষের হবে পরম শত্রু ৷
মানুষই করবে সেই ছিদ্র
তাদের চিহ্ন ধরে আসবে তারা
কোরআনে রয়েছে তাদের মরণ ৷
আমি নিজ নিজেরে চিনি না,
ভেতরের কারুকার্য কিছুই জানি না
অপর পর, আত্মা চিনে না রূহ,
রূহ চিনে আত্মা, ধরণীর বুকে
এ কি পরম ধাঁ ধাঁ ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন