মন কাঁদে
দিলের লাগি
আবুলকালামআজাদবাসু
মন কাঁদে
দিলের লাগি
দিল কাঁদে
মনের লাগি
আজব তাদের
নয়ন মনি
জনম জনম
বাঁধন এ শিরোমণি ৷
সময় বিনা
তাহা নাহি জানি ৷
ক্ষুদ্র
সাহসে ধৈয্যের বাঁধ বাধিঁ,
মানুষ অতি
নম্র মাটি ও পানি ৷
রূহ আত্মার
বাঁধন চিরন্তন,
আত্মা ছাড়িয়া
রূহ যায় আপন নিবাস;
আত্মা কাঁদে
রূহের লাগি
রূহ কাঁদে
আত্মার লাগি,
দেহ কাঁদে
আত্মার লাগি
আত্মার কাঁদন
দেহের লাগি ৷
অপূর্ব এ
দৃশ্য বিরহ প্রেম মিলন,
মানুষের
মাঝে এ বন্ধন চিরন্তন ৷
একে অপরের
সাথে একদিন হবে মিলন ৷
কালে পাপী
তাপী সবার আশা হবে পূরণ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন