মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

শয়তানের ডায়েরী নয় তবে (৯)



শয়তানের ডায়েরী নয়  তবে (৯)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

আল্লাহ বলেছেন শয়তান থেকে রেহাই পেতে হলে ‘তা-আউয পাঠ কর’ : “আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’
‘আপনিতো মজাক করেন মানুষকে নিয়ে না আমাকে নিয়ে ৷ মশাই যতই দোয়া পাঠ করেন না কেন আমি হাজির ৷’
‘হে শয়তান দোয়া তা’আউয ভঙ্গ করে কি উপায়ে তুমি এখানে হাজির হলে ?’
প্রাথমিক অবস্থায় আপনি যখন হালতে ছিলেন তখন আমি বলেছিলাম আপনাকেও শয়তান হতে হবে, আপনি কেবল কান্নাকাটি কররে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যেন তা যেন আপনার বিন্দুমাত্র না থাকে ৷ শয়তান আপনি নন বটে কিন্তু আমায় ছাড়া লিখে কিছু বঝাবার চেষ্টা করুন ৷’
‘প্রথমে বল তুমি যে আল্লাহ প্রদত্ত দোয়া ভঙ্গ করেছ তার পরিণাম কি হবে জানি না ৷ না তা কেউ জানে ৷ তবে একথা িশ্চিত যে আমি দোয়া ভঙ্গ করে আপনার কাছে উপস্থিত হই নি ৷ বরং ঐ দোয়াই আপনি পড়েন যাতে আমি আপনার বশ থাকি ৷’
‘হ্যাঁ, পড়ি ; তাহলে ধরে নিন আমি ঐ আযাযিল শয়তান নহি ৷ আমিও আপনার তবে বিশ্বাসঘাতকতাই আমার অভ্যাস ৷ হয়তো বুঝতে পারেন নাই ৷ আমি সেই তাপ শয়তানের হয়ে কাজ করি ৷ ‘ 
‘তুমি জান যে জ্ঞানের অভাবে অনেক লোক সমাজে কুৎসিৎ আচরণ করে থাকে ৷ ভাল ও খারাপ দুইজনকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে ৷ যে লোকটি আজ বিদায় নিয়েছে গতকাল সবাই তাকে মন্দ বলেনি এমন নয় বরং সমাজটি আরও উন্নত হতে পারত ৷ টাকা পয়সা ধন দৌলত কিছুই সাথে যায় না ৷ আজ যা রেখে গেল কাল তা সাপও হতে পারে আবার মানুষের উপকারেও আসতে পারে ৷ এটা নির্ভর করে তার ভাগ্যের উপর ৷ আজ মন ভাল নাই আমিও তো সেই পথের যাত্রী ৷ তবে জানার মধ্যেও পাপ হচ্ছে না তা নয় ৷ মৌলভী সাহেব কাল যে নছিয়ত করলেন তা এই যে আজ তুমি যাও হয়তো কিছুক্ষণ পর আমিও আসতেছি ৷”
“আল্লাহুমা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন্ শুরুযিহিম ৷’
“হে আল্লাহ আমরা তাহাদের গলা (শব্দ) বন্ধ করিতেছি এবং তাহাদের সর্বাধিক অনিষ্ট হইতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’






রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

আমার কথা প্রথম খণ্ড (৩৬)



আমার কথা   প্রথম খণ্ড (৩৬)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

মৃত্যুকি তুই নিশশ্চচয়ই জানিস বটে,
হে মানব রত্ন ! শুন তবে ইতিকথা
মেরাজ গমন স্ব শরীরে নহে মিথ্যা ৷
পুতুল যদি হয় পুস্পের আবরন
এ মানব করতে পারে ঊর্ধ্বে গমণ ৷
তাঁর অনুসারীদের দিয়েছ প্রাধান্য,
‘সুরা কাহফ’ এর গুহাবাসীদের কিরূপে জীবন দান করা হল ? উহা কি প্রকৃতির বিরুদ্ধে নয় ? কেবল ঈসা (আঃ) এর আগমন কি প্রকৃতির বিরোধী ? আল্লাহ যেখানে ইহলোক ত্যাগ করার সংবাদ সরাসরি দেয় নি, কিছু লোক কোরআনের আয়াত অপব্যাখ্যার মাধ্যমে তাঁকে মৃত্যু প্রদান করার কে ?  শেষ নিঃশ্বাস ত্যাগ করার হাাল হকিকত, আজও কেহ সঠিকভাবে বর্ণনা করতে পারে নি  ৷ কোরআনে ‘নফসের’ দেহত্যাগ করার বার্তা দেয়া হয়েছে ৷ তাতে আল্লাহর ‘আদেশ’  অন্তভূন্ত বলে মনে হয় না ৷ কারণ ‘রূহ‘ আল্লাহর আদেশ ঘটিত নিরাকার জগতের বাসিন্দা ৷ অন্যদিকে ফেরেস্তার রূপ শরীর যুক্ত বা কায়া বা শরীরী ৷ সে কারণেই হয়তো হযরত (সঃ) এর ‘রূহ আবৃত কায়া’ মেরাজ এ অভিষ্টে পৌঁছতে সক্ষম হয়েছেন ৷ রূহকে এখানে পুতুল স্বরূপ ধরা হয়েছে যেথায় আল্লাহ বাস করতে পারেন, অন্য কোথাও নয় ৷ আর পুস্প হলো মানুষের স্থূল বা সূক্ষ্ম শরীর স্বরূপ ৷ আল্লাহর জালালী শক্তি কেবল রূহ ধারণ করতে পারে ৷ কারণ সে সরাসরি নিঃসৃত বাক্য  ৷ মানুষের আবরণ যখন রূহ হয়, তখন সে ঊর্ধ্বে গমন করতে পারে ৷  কোরআনের আয়াত মতে, হযরত ঈসা (আঃ) এর অনুসারীদের কে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দেয়া হয়েছে, উহা সর্বদাই কোরআনের পক্ষেই থাকবে, লোকে তা বুঝুক, বা নাই-ই বুঝুক ৷
“অতঃপর আমি একের পর এক রাসূল প্ররণ করিয়াছি ৷ যখনই কোন জাতির নিকট তাহার রাসুল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথথ্যাবাদী বলিয়াছে ৷ অতঃপর আমি উহাদিগের একের পর এককে ধ্বংস করিলাম ৷ আমি উহাদিগকে কাহিনীর বিষয় করিয়াছি ৷ সুতরাং ধ্বংস হউক অবিশ্বাসীরা ৷” ২৩(৪৪) কোরআন ৷


মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

কুহকিনীর ডঙ্কা (৮)



কুহকিনীর ডঙ্কা (৮)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

‘কুহকিনীর ডঙ্কা লিখার আগে অল্প কয়েক লাইনের গল্প যা সত্য বলে মনে হয় ৷ এককালে গল্প শুনততে ভাল লাগত ৷ চায়ের টেবিলে বসে পরিচিত একজনকে বললাম তোমার জীবনে ঘটেছে এমন এক কাহিনী ব্যক্ত কর ৷ সে চায়ের কাপে চুমু দিয়ে বলল একদিন এমন দিন ছিল পার্বত্য চট্টগ্রামে চাকুরী করতাম ৷ আমরা যে কালে ১৯৬৩/ ১৯৬৪ সালে দেশ এত উন্নত ছিল না সে কালে ছোট ছোট আড্ডায় সময় কাটাতাম ৷  বিদেশীদের অর্ধ নগ্ন লেবাছ অন্য রকম ছিল বিধায় অনেকেই দাঁড়াইয়া তামাশা দেখতো ৷ আমাদের দেশেও পাহাড়ীরা ভিন্ন পরিবেশের ছিল বিধায় ছেলে মেয়েরা সেদিকে কোন এক  নজরে দেখতো ৷ কিছুদিন অপেক্ষা বা কাল কাটাতে হলে পরিবেশের সাথে তাল মিলায়ে চলতে হয় ৷ কথায় আছে প্রেম জাত মানে না ৷ এমনি এককাল যখন এসেছিল প্রেমিক ভদ্র লোক তখন বাড়ীর চাপে অঘোর বর্ষায় সেই পাহাড়ী এলাকা ছাড়তে বাধ্য হয় ৷ জায়গা নীচু হলে যে প্লাবন হয় না সেটা ঠিক নয় ৷ পাহাড়ী এলাকার ঢল নিম্ন ভুমির চেয়েও মারাত্মক হয়ে থাকে ৷ রাত্রে মেয়েটি খবর পেয়ে  পলাতক প্রেমিককে বুকে বাধার আশা নিয়ে ঘর থেকে বের হয়ে পানির ঢলে পড়ে প্রাণ হারায় ৷ চায়ের মূল্যটা দিয়ে বের হয়ে আসি ৷
আর ডাইনী বসন্তকালে তার বংশ পরিচয় ভুলে যায় ৷ পরিবেশকে শোভামণ্ডিত করে তোলে ৷ তাতে কেহ মধু আহরণ  করে আর কেহ যাদু অর্জন করে ৷ বসন্তকালে সে তার সৌন্দর্য বিকশিত করে বাতাসে সৌরভ বিস্তার করে ৷ মায়বিনী কুহকিনী পারে না এমন কি আছে সেই সৌরভে এমন এক জাতীয় তৃপ্তি মিশায়  যেটি তার পিতৃতুল্য, মাতৃতুল্য, সন্তানতুল্য, সবাইকে প্রণাম জানায় ৷ সেই প্রণামে আপনাকে মাটিতে লুটাবে পৃষ্ঠে ধূলো মাখাইয়া মাথায় জট্ পাকাইয়া ছাড়বে ৷ এমন কি কর্ম আছে যা সে পারে না ৷ প্রকৃতির মেঘ যখন ডাকে ময়ূর তার পেখম খুলে উলঙ্গ হয় না ৷ সময়ে সারমেয়ের দল এদিক সেদিক বেহায়াপনা কর্ম করে না ঠিক কিন্তু পশু পাখির ডাক নিয়মশৃঙ্খলা আর মানল বা কোথায় ৷ কবি তার গান গাহিয়া একে একে সবকিছুর শোভা বর্ধন করে তা অপস্মৃতি নয় বরং সুন্দর গান ৷ সুন্দর মনই  সুন্দর গান উপহার দিতে পারে ৷ এর নাম কিন্তু আবাদের মধ্যে অপবাদ নয় ৷’


বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

আমার কথা দ্বিতীয় খণ্ড – (৭)



আমার কথা দ্বিতীয় খণ্ড – (৭)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )
ড্যাডি ওয়ার্ড বরণ্ ব্ল্যাক
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷

আমি সংকেত, আমি মৃত্যু, আমি প্রলয়;
অরুণ বরুণ আবাল-বৃদ্ধ-বণিতা
শুন মোর কথা-বার্তা মহা-গ্রন্থে গাঁথা;
হে বিশ্ব! নওজোয়ান হও আগুয়ান
শক্ত হস্তে ধারণ কর মোর এ-গান,
পুষ্পের রাজ্যে যদিও নিজ, সে প্রধান,
নিরাকারে নাহি পুষ্পের কোন সম্মান,
পুষ্পের মধ্যমণিই প্রত্যেকের যান ৷
স্রষ্টা পূর্ণ করার জন্যে মনের সাধ
যাঁর হস্তে ন্যস্ত মহাশক্তি ও মহত্ত্ব
সর্বশক্তিমান প্রথম সঙ্কল্পে মত্ত
কল্পিত-জন পবিত্র, সে প্রেম উন্মাদ
আবালবৃদ্ধবণিতা এবং বিশ্ববাসীকে পাককোরআন, হাদিছ, ইঞ্জিল ও অন্যান্য ধর্মগ্রন্থ মতে যা পরিলক্ষিত হচ্ছে তা জ্ঞাত করতে চাই যে, সে সম্মতিতে মহাপ্রলয়ের শঙ্কাধ্বনি শুনতে পাচ্ছি ৷ ব্যক্ত এ গান আকার জগতে সুক্ষ্ম্
নফস হিসেবে চিরকাল জীবিত থাকবে এ অঙ্গীকার স্বয়ং আল্লাহ প্রদত্ত ৷ নফস শুধু একবার মৃত্যুর স্বাদ গ্রহন করবে ৷সুতরাং আল্লাহর সাথে দিদার লাভের জন্যে রূহকে বোঝার চেষ্টা করা প্রয়োজন ৷ সে পবিত্রর ঊর্ধ্বে ৷ হাদিছে উল্লেখ রয়েছে যে, রূহ আদি, এবং নূরও আদি ৷ উহা দ্বারা বুঝা যায় যে দুটো পৃথক জিনিষ ৷ কি করে দুটো জিনিষ একত্রে আদি হলো তা পাঠক সমাজ এ কিতাব পাঠ করতে করতে তা তাদের হাতের নাগালে এসে যাবে ৷ মহাগ্রন্থে বহু কথাই হযরত ঈসা আঃ সম্পর্কে গাঁথা রয়েছে ৷ পর্যায়ক্রমে সে সব ব্যক্ত করা হবে ৷ পাককোরআনে বাড়তি আয়াত যেমন, ‘হযরত ঈসা আঃ প্রৌঢ় বয়সে কথা বলবেন’, উহাতে অপব্যাখ্যা করার সুযোগ কোন মানুষের নেই ৷ কারণ কেউ যদি বলে প্রৌঢ় বয়স তিনি পেয়েছেন, তাহলে প্রশ্ন করা হবে সেই প্রৌঢ় বা বার্ধক্য বয়সের জীবনী কেন লিপিবদ্ধ হল না ?তিনি তো কেবল তিন বৎসরের জন্য নবুওয়ত লাভ করেনি ৷ মনে রাখতে হবে যে সৃষ্টি নামক বস্তুর সম্মান সৃস্টির শেষ সীমা পর্যন্ত তারপর তাকে বিনাশ হতে হবে ৷উহাই প্রকৃতির ধর্ম ৷শুধু বিনাশ হবে না তার অর্জিত জ্ঞান ৷ তখন মধ্যমণি সে রাজ্যের পরিচালক হবেন ৷ সেখানেই প্রেমতত্ত্ব, গুপ্তরহস্য অন্তর্নিহিত ৷


সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

গান



গান
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124)

যখন আমি গান গাই
তখন আমি ফিস্ ফিস্ করি ৷
আমি বলি তোমায় আমি ভালবাসি,
তা শো শো করে সুগন্ধিযুক্ত বাতাসে বয়ে চলে ৷
তবুও সে বলে এটা কোন গান নয়,
নহে অন্তর থেকে নিঃসৃত ভাষা ৷
তবুও আমি বলি তোমায় আমি ভালবাসি
আকাশে দেখিয়া মেঘ ৷
তখন আকাশ তার উপর বৃষ্টি বর্ষায়,
তবুও সে বলে ‘না,’ আমি বিশ্বাস করি না ৷
আমি বলি শীতেও আমি তোমায় ভালবাসি,
সে উহাকে আস্তা ভাঁজ করে রাখে;
আমি তা শীতের বস্ত্র হিসেবে গায়ে দিই ৷
সে আমায় কাল বলে ঈর্ষা করে,
তবুও আমি আমার সৌন্দর্য দিয়ে তাকে ভালবাসি ৷
কাল হয় ভাল খ্যাত,
তাদের সুরও ঝঙ্কারও আনন্দদায়ক ৷
তুমি তাকে ভালবাসবেই
কে বলেছে সে কাল!
আমিও তাকে ভালবাসি,
ভাল হৃদয়ের অধিকারী ৷
আমাকে ভালবাস, সবাইকে ভালবাস
আল্লাহকে ভালবাস ৷
পৃথিবীও শান্তিতে থাকুক ৷