মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

শয়তানের ডায়েরী নয় তবে (২৪)



শয়তানের ডায়েরী নয় তবে (২)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

আজ আর বিশেষ কিছু লিখার মন মানসিকতা নেই। কারণ কি জিজ্ঞাসা করবে না?
সাহেব, আপনি না বললেও আমার আন্দাজ হয়ে গেছে।
কি আন্দাজ করেছ, শুনি!
আপনি সমালোচনামূখর। ফলে কিছু লোক অপকর্ম থেকে দূরে সরেছে বটে কিন্তু আসলে তা হয় না। তারা আজকাল অন্যভাবে পদক্ষেপ নেয়।
কি ভাবে? তবুও বলা যায় যে কিছুটা পরিবর্তন সাধন হওয়ায় আমি খুশি।
আপনি খুশি হ লে কি হবে? তারা অতীত ভুলে গেছে। পুর্ববর্তী একজন যে ভুল করেছে গুলো যাতে না ঘটে সে দিকে সতর্ক অবস্থান, আসলে কয়লা ধুলে ময়লা যায় না তা টের পাবে সময়ে ।
আমি বলবো তবুও ভাল।
আপনি ভাল বললেও আমি ভাল থাকতে দিই না। আমার কর্ম ইহাই। তাদের দেখা সাক্ষাত করাই। বুড়ি সুন্দর সুন্দর কথা বলে। সাহেবকে ভাল বাসে। মুক্ত ভাবে চলতে নিজের প্রাণমণিকেও কোলে তুলে দেয়। আপনার বদনাম কোথায় পাওয়া যায় তা খতিয়ে বেড়ান।
তুমি আজ আমায় যা বল না কেন সত্য অস্বীকার করা যায় না, যে তারা চেষ্টা করছে ভাল হবার জন্য। একটা কথা মনে রেখ সৎ বন্ধু বা সৎসঙ্গ মঙ্গল বয়ে আনে। সৎ এর প্রভাব পড়লে মানুষ বদলে যায়। অসৎ সঙ্গ বর্জনীয়
শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া হামিদু পাঠে চরিত্র সুন্দর ও আচার ব্যবহার উন্নত হয়।

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

মানুষ মানুষের জন্য



মানুষ মানুষের জন্য
আবুল কালাম আজাদ বাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124,

মানুষের জন্য মানুষ সর্ব কয় জন জনা,
তবে মানুষ কেন ধ্বংসাত্মক কাজে অজানা
ধর্ম ছাড়া মহাবিশ্ব অচল সবার জানা;
মহান বলেনি কভু তাঁর বান্দারে করতে পানা।

এমন কি মদিনায় দিয়েছিল স্থান যদি মান বন্ধন;
জোর করে যদি হত, ভারতবর্ষ হত এক মহাস্থান,
ইউরোপ হত মনের মত একস্থান,
স্ব-ধর্ম ঘোষিত, যদি পার ভালবাসতে তাতেই প্রাণ।

দীর্ঘস্থায়ী জীবন কোরআন অনুসারে;
প্রমাণ করতে হবে হৃদয় দান করে,
জীবন নাশে সাময়িক সুখ, কাজে নাহি আস,
সংলাপে যদি পার করতে জয় মন প্রাণ
ঘৃণ্য পথ দাও ছেড়ে উজাড় কর ভালবাসে নিঃস্প্রাণ।

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

শয়তানের ডায়েরী নয় তবে (২৩)

শয়তানের ডায়েরী নয় তবে (২৩)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

সহেব আমাকে মাফ করবেন । কারণ ঠিক ত হাজিরা দিতে না পারায় আপনার লিখার ব্যাঘ্যাত ঘটেছে জেনে আমি দুঃখিত। শুনতেছি সারা পৃথিবী ব্যাপী ইন্টারনেট এর আওতায় এসে যাবে। তাই ভাবছি আমরা যাব কোথায়?
দেখলাম তেমন সমস্যা হবে না।
ভেবে দেখলাম এ পৃ্থিবীর মানুষকে হেদায়ত করে ঠিক করা যাবে না যতক্ষ্ণণ না আল্লাহ ইচ্ছা করেন। তাই মনে পড়ল ভদ্র লোকের কথা, আল্লাহ মনে হয় সম গুণে সবাইকে সব কিছু দিতে পারেনি, তাই পৃথিবীতে এত অশান্তি! সেদিন শয়তানীর সাথে আলাপ হল। তবে এমন নয় যে তুমি ছিলে না! পাশে বসে বসে কথার একটু যেন কি মজা অনুভব করছিলা! তবে ভান যেন অন্য মনস্ক দেখলাম। মনে হচ্ছে কোথায় যেন ব্যস্ত। তবে একজন এর শয়তানীর ভাব না থাকলে শয়তান সম্পর্কে সম্যক ধারনা দেয়া কঠিনই বটে।
শয়তানী মাথা হেট্‌ করে বসে আছে। এ সবই যেন মনের দুর্বলতা।
কারণ টা কি? সেটা স্বয়ং শয়তানের উক্তি না হলে ভাল দেখায় না। যেমন কেকেহ বলে থাকেন যে তিনি মৌলানা নেছার উদ্দীনের শিষ্য তাই একে অপরকে পীরভাই হিসাবে যথেষ্ট সম্মান করে থাকেন। তাদের মধ্যে এক রকম মিল পাওয়া যায়। নামায কালাম দোয়া দরূদ প্রায় হয়ে থাকে।
শয়তান ও শয়তানীর মধ্যে দাওয়াত চলাফেরা অভাব নেই। তারা একটা সমাজ। যেই শয়তানী আসল মাথা হেট করে বসে বলল, আমার উনি যেই করুক না কেন তার আত্মীয় পরমজন সেথায় গিয়ে এ কথা বদনাম ধরনের কথা বলা অন্যায়। অপরাধকে অপরাধ বলা এক ধরণের সামাজিক অন্যায়। আমার ইচ্ছা উনি বুঝে নিজের কাজ নিজে করছেন।
তখন শিষ্যদের মধ্যে একজন বলল, বেশ ভাল! মহিষ তো আপনার যে দিকে ইচ্ছা যেমন গলায় ছুরি না দিয়ে পেছনের দিকে জবাই করলে ভাল হয়। ভদ্র মহিলার উক্তি একটাই। ভদ্রলোকের প্রতি দুর্বলতা, মানে নিজেও এক সময় গরুর পেছনে জবাই করতো এবং তার জের এর পরিণতি। তাই পেছনে জবাই করার জন্য এতো কথা। এক লোক বলল তা হবে না, এখানে সমাজ, সামাজিক রীতিনীতি, এমন কি আইন নামক রীতি বলবৎ। তাই আপনার কথা মানতে পারলামনা। অগত্যা আর কিছু করাও  সম্ভব নয়। তাই ঘৃণা এবং রুচি বোধ সম্পন্ন কথা এক প্রকার হয় না আর হলেও তা মনের মত তেমন কিছু নয় তবুও যে উপায় নাই


শয়তানের ডায়েরী নয় তেব িক?   ইয়া সামাদু পাঠে শ্তয়বাদী ও ঈমান্দার হোয়া যায়।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আকার ও নিরাকার!

আকার ও নিরাকারc
(চৌদ্দ অক্ষ্ররের)
ID MS 558124.com/kb, LT. NO. 116773888,117482886 Dhaka ip add,org. 119.30.4728F
ভাবুক যেথায় দেখিছে জগত মাতা
সেথায় নাহি খাটে অন্য কোন ক থা,
বাস্তব বাদীর বাস্তব জ্ঞান প্রমাণ
ধ্ রায় কে ঘুছাইবে এই উপ্যান?

ভাবুক সত্যি যে দেখিছে ভাবুক জগত মাতা
তার (মাতার) ক্তহাও স ত্য হ য়েছে ঢের নিত্য,
কি ভাবে ভাবুক তা করিবে প্রত্যাখ্যান?
মানুষ যে আকার বন্দী সাকারবাদী।

এ ক্থায় কেউ হবে না রাজী আজিকে
আকার ধারণকারী মাতা সাকারিণী।  ডায়েরী ৪
           -----------



বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

ঈশ্বর দেখিছ কভু

ঈশ্বর দেখিছ কভু
আবুলকালামআজাদবাসু
(চৌদ্দ অক্ষ্ররের)

শত প্রশ্ন জাগে মনে অবুঝ অবোধ
ভাবুকের হায়! ডাকে ঈশ্বর! ঈশ্বর!
মন আতমা কলব রূহ প্রাণ
সর্বশেষ সবটা করল একাকার।

ছাড়িয়া ণিঃশ্বাস ভাবুক ভাবে যথার্থ
মনে প্রাণে বিশ্বাস আনিল তাঁর সনে,
গুরুর কথায় ও কাজে দেখে একদা
মাতা এসে হাজির তাঁর সম্মূখপানে
পথিমধ্যে করেছে মা শক্তির স্মরণ। ডায়েরী ৩    


গুরুজনে করে নতশির সবিনয়ে
করল আরজ, ঈশ্বর দেখিছ কভু?
হে প্রাণেশ্বর! ধর্ম গুরু অতি গোপনে
কহিলেন, দেখেছি! তবে কি বা সংশয়?

             ---------------

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

শক্তিধর

  শক্তিধর
                        আবুলকালামআজাদবাসু
                                               (চৌদ্দ অক্ষ্ররের)
ID MS 558124.com/kb, LT. NO. 116773888,117482886 Dhaka ip add,org. 119.30.4728F Scribd.com ID.72255.
 শক্তিধর যিনি রয় অগ্রে একাকিনী,
ভাবতে তাঁরে সর্বদা সর্বাগ্রে যামিনী;
মর্ম হেথায় বুঝিতে নারে কমোদিনী
পার্থিব জীবন মায়াজালে আবন্ধনী।

বসন্তের হাওয়া যখন মন দোলে,
কোকিল ডাকে তখন মন বৃন্দাবনে;
হাত ছানির ঈশারায় মনের ঘুম
ভেঙে যদা তাকাও গগণে তার পানে।

তিনি প্রকৃ্তির শক্তি মহিম ঈশ্বর,
কেউ বা বলে গড় কেউ বা ভগবান
সর্বপূজা অর্চনা স্রদ্ধা ভক্‌তি প্রেম
তাঁর পদতলে সবিনয়ে সমর্পণ।
  ------------


বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

আউল বাউল

আউল বাউল
                আবুল্কালামাআজাদবাসু
আউল আমি বাউল তুমি কি যে ব লি আউল বাউল,
বাউল ছিলাম কিনা জা নি না ত বে আউল ঝাউল।
গান শুনে কি হয়েছি আজ বাউল না ম নের ই বাউল।
আমায় এক টা গান শিখাও বাউল সুরে ম ন মাতানো।

ছিলাম আমি আউল হয়ে গেলাম বাউল
কেন রে? ১৪০০ হিজ রী আর নাই তা ই
গাই নব যুগের গান ঈসায়ী যুগ তবে ইস লাম,
তাই তো আমি আউল নয়্রে বাউল।

আমায় একটা মাত্র গান শিখাও বাউল বাউলিনী
আমার গান হবে তো্মার ভালবাসার ইন্ধন
তা দিয়ে জয় করবো তোমার কোমল মন

তাঁরে পাইলে ভুলে যাব সব যন্ত্রণা আল্লাহ আল্লাহ বলনা!   

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

শয়তানের ডায়েরী নয় ত বে ২২

শয়তানের ডায়েরী নয় ত বে ২২
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’ আশা করছি শয়তান আমার কাছ থেকে দূরে আছে ৷ এই দোয়া পাঠ করলে শয়তান দূরে থাকে বা বিতাড়িত করা যায় কিন্তু মানুষের ক্ষমতার বাহিরে তাকে একেবারে নিঃশেষ করে দেয়া ৷ তাই সে ভয় পেলেও তেমন একটা পায় না ৷
হ্যাঁ, বল আজ কি বুদ্ধি যোগাবে ?

সহেব আমাকে মাফ করবেন । কারণ ঠিক্মত হাজিরা দিতে না পারায় আপনার লিখার ব্যাঘ্যাত ঘটেছে জেনে আমি দুঃখিত। শুন তেছি সারা পৃ থিবী ব্যাপী ইন্টারনেট এর আওতায় এসে যাবে। তাই ভাবছি আমরা যাব কোথায়?
দেখলাম তেমন সমস্যা হবে না।
ভেবে দেখলাম এ পৃ্থিবীর মানুষকে হেদায়ত করে ঠিক করা যাবে না যতক্ষ্ণণ না আল্লাহ ইচ্ছা করেন। তাই মনে পড়ল ভদ্র লোকের কথা, আল্লাহ মনে হয় সম গুণে সবাইকে সব কিছু দিতে পারেনি, তাই পৃথিবীতে এত অশান্তি!
যারা বিভিন্ন ধর্মীয় গৃ হে মানুষ জন নিয়ে আসেন তারা যে জ্ঞানী হবেন এম্নন টা ভাবনা করা ঠিক হবে না, তবে ভদ্র ন্ম্র হলে ভাল হয়।
তাঁরা মসজিদের নাম দিয়ে প্রশ্ন এড়াতে চান আর বাকী পেছনের লোকদের সাহা র্যে সজা চলে যান।
এক দিন মুরব্বীর কাছে জিজ্ঞাসা ক রা হ ল হিল্লা দিলে পেটে বাচচা আস লে কার হবে?
উত্তরঃ মসজিদে আসুন আলোচনা হবে।
বাকীরা অকথ্য ভাষায় গালি দিতে দিতে চলে গেল।
এ সবের উত্তর আছে কিন্ত কি?
যুদ্ধের সময় যে পন্থা অবলম্বন করে ছিলেন ঠিক তত দিন তাই করতে হবে। যদি সন্তান আসে পিতাকেই ভরণ পোষন বহন ক রতে হবে।
সব শর্ত পূরণ ছাড়া হিল্লা হ য় না সে ক্ষেত্রে আদালতের রায় কা র্য ক র হওয়া উচিত।
আমি লিখি কেন? ভদ্র লোক নামাজ কালাম পড়লেও পারিবারিক স ম্পর্ক এড়াতে পারেনি, আগেও তাই করে ছিল, ম নে ক রে এ পাপ আল্লাহ মাফ ক রবেন , মোটেও নয় বরং ঐ ভদ্রলোক ছাড়া আর কেউ নয়।
আমি একজন রোগী পর্যায় ভূক্ত। তাই ঘন ঘন রাত্রে একটু ঊঠতে হয়। বড়টা  দরজায় সোফায় এমন আসন নিয়েছে, ভাব্ লাম নিজ শূকর দমন হয়নি।
তাই বলে সত্যি না লিখে পারি? বার বার শূন তে হয় যান ঘুমান।

ইতি মধ্যে ছোট্টটা ঊঠে দরজা খোলে কোথায় গেল? যাক! বড়টার পালা।
কিন্তু না, ছোট টাকে গ্রহন করার কথা বলল। পিতা এখন বলা যায় না, বরং খেলার সাথী। অগত্যা! কারণ ঐটা ছোট তদূপরি কৃমির মত শূধু পেছনে চলে। যাক এখন নুতন জায়গায় ভাল অনুশীলন হবে, ধনী গদিশীলবড় লোকটি জানেন?



শয়তানের ডায়েরী নয় তবে কি? ইয়া রাফিউ কোন কিছু আল্লাহর কাছে চাইবার আগে ১০০বার এ নাম পড়লে দোয়া কবুল হয়।


বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

                                                    সাব-তানী
                               আবুলকালামআজাদবাসু
                                 28-09-15                                
ছন্দে তালে সুরে আজ যেন একতান,
নির্মল হাওয়া বহিছে নেই কেবল ঐকতান,
শীতল হাওয়ার পরশের ছোঁয়া লেগেছে গায়;
ঝির ঝির করিয়া সর্বঅঙ্গ স্মৃতির মাতাল হাওয়ায়।
কি যেন রয়ে গেল বাকী বলিব না কৃপ মোট পরের ঘাঠে।
ঐ যে বাঙালীর আসল রীতি কীর্তি ওগো বন্ধুয়া।

এমন দিন আর কবে আসিবে হায়! নীরব নীরবতায়,
হাসি নেই, নাহি কোন দুঃখের ছাপ ঈশারায় এদিক ওদিক,
বিভিন্ন আধুনিক জলকানী হাতের মুঠোয় শোভা পায়।
সেপ্টেম্বর গেল শীতের ছোঁয়া পরশে মন আনন্দে
কত নাচে, পিতামাতার সুখে কতক আত্মহারা
কেউ যেন স্বজন হারা, পাখী নীড়ে রয়ে গেছে ডিম,
নিয়তির ইতিহাস এ দিনে নাচরে বালা, নাচরে বালা নাচ,
বাগানে ফুটিয়াছে গোলাপ ফুল, কাননে মন মুকুট,
তার সুগদ্ধিতে সবাই আত্মহারা,
সেই ফুল লুকিয়ে আছে কোন কোণায়?
মনের বেদনা কেহ বুঝিতে পারে না নিস্তদ্ধ মনা,

কেবল সাব-তানী বুঝিয়াছে নীরব শিশুর কান্না। 

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

The Holy Book gist with 14 letters (776)
Akazadbasu
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
iLt no. 116773888 11748286 Dhaka
SURA 20 TA HA (Mystic letters, T.H)
In the beginning
The name of Allah
Is Most Gracious,
Most Merciful is.

23. “In order which We
May show thee (Two)
Of our it Greater
Signs to ye that’s.

24. “ you go to pharaoh
For he has indeed
Transgressed so
All bounds truly.’

           Section 2
25 .(Moses) said it, ‘O my
Lord! Expand me my
Breast; (acts upon)

 26. “ Ease my task fo me.;

27. ‘And so remove the
Impediment it is
From my speech it’s,

                                       


সত্যের পথে লড়ব মোরা

সত্যের পথে লড়ব মোরা
                                 আবুল কালাম  আজাদ বাসু


সত্য দিয়ে জ্য় করব সৌন্দর্য শোভা
প্রকৃতির আভা যত দীপ্ত মন মুগ্ধকর,
লালসা ললনা ছলনা চাতুরী তোমার
মনমাতানো লোভ কুদৃষ্টিকে করব পরাজয়।

পাপিষ্ঠ তুমি ভূবন মাঝে সৃষ্টি কর পাপ,
অপরের মধুর সংলাপ পরকে জড়ায়ে
কর তৈরি খেলার বর- খেলাপ।
মা চিনে না মাতৃ সদন, পিতা চিনে না জন্মস্থান।

সর্বত্র তালাশ করে কুঁড়ি
বসাতে গানের আসর, মাতা হোতা
পুত্র হন্তা গরীব পেটের দায়ে জ্বলন্ত ভোক্তা,
রুখতে হবে সর্বত্র মাধবীর সেবা অপারগতা।
তুমিও তো ধাত্রীমাতা অবলোকন কর
বর্তমান সমাজের অবক্ষয় কেবল ক্ষিধের তাড়নায়।

সৃষ্টি কর কূড়েঁ ঘর ঠিকানা
করে দাও ঠাঁই আস্তানা
ছোট ছোট প্রকল্প আনবে আভা দীপ্তি,

দেশের জন্য সম্ভাব্য কীর্তি।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

সপ্তাহ কাল যাপন

  সপ্তাহ কাল যাপন
                                     আবুল কালাম আজাদ বাসু

                             এক দেশের রাজা মশাই হাল নাগাদ করেছে দেশজয়,
                             মনের আনন্দে ভোজ সভায় সর্ব পরিচিত সবারে কয়;
                             সবাই আনন্দে নতুন দেশ ভ্রমণ উদ্দেশ্যে হাজির হয়                               
                             কেহ গেল ভ্রমণে, কেহ পুরাণ আমোদ প্রমোদে এ-দৌড়মার।

                             সচল বৃদ্ধ জ্ঞানবৃক্ষ ছায়ার পরশে অচল পাপবৃক্ষ তল
                             অন্যরা ভোজ শেষে একে একে গেল আপন মন্দির ফল,
                             সচল বৃদ্ধ নানা রোগে আক্রান্ত বাঁধিতে চাহিল তাক তামাম
                             ভাঁজ তাক রেখে বিশ্রাম নিতে করল শক্তি বল এবার তারা হবে সফল।

                             ওপারের কর্মী ধনরত্নে হয়েছে পুর্ণ তাদের ভাষায় অনন্য,
                             আমি লিখি ইয়াজুজ মাজুজ দজ্জাল সোচ্চার মানব যখন
                             সঙ্কোচনে পৌঁছবে সম দূরত্বে যেথায় দেখবে পাপীদের
                             তারা এখন আশ্রয় নিয়েছে পাপীর পাপ বৃক্ষ তল পরস্পর।

                             যে যাহা বুঝে তা নিয়ে চলে স্বর্গ তাদের দ্বারে অতি নিকটে
                             সত্য যদি মনঃপুত না হয় তা ধরে না তারা তাদের কাছে সবই মৃত,
                       একমাত্র বিস্বাস কেবল দেয় না সুফল ! তবে তাদের এ বিশ্বাস সত্য,
                        বাকীরা অসত্য, একথা ভুল, সত্য নহে ধারণা কাকেও হত্যা নিষেধ ধর্মে।

                         ধর্মে নিষেধ সাধু নারী শিশু, তফসীর পাঠে জানবে তাহা,
                         তবে অপরাধ প্রবণতা আসে কোথা হতে?
                         নেপোলিয়ন বলেন, আমায় শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দেব,
                         মা শিক্ষিত অথচ বেআবরু দিবে কী? প্রথম বেটাকে চবক করে দান নিজ বালা ।


                        থপ থপাস তবক ধারী উজ্জ্বল বর্ণ স্বর্ণ নয়, নিজঘর বালা আপন জন,
                        বেটা ভাবে নিজেরে বুদ্ধিমান, খাবায় তারে মূল্যবান উচ্ছিষ্ট মল;
                        পরক্ষণে ভুলে গেছে নিজ স্বজন এমন কি নিজ ধাত্রী ও তার জন্মদাতা,
                        নিজ অর্ধাঙ্গিনীকে দিল সোপার্দ্দ করে তারে বিচারকের সেই ভ্রাতার দ্বার ।
                        শূকর সঙ্গমকালে অন্য শূকর, শূকরী করে আনন্দ এইতো শূকর স্বভাব।


                        জন্মদাতা দেখিয়াও দেখে নাই সেই ভাব পোশণ করিল জনসম্মূখে
                        অথচ তাদের কয়জনা মানিল না তা মনে মনে, কারণ বসা ছিল সে জন
                        দু-চরিত্রাহীনা একজন সকালে দিয়েছিল শত টাকা যে ছিল পুত্র সমতুল্য
                        ঐ বেটাকে কি করি ! বুড়ী মাতা আমাদের আপন জন মানে
                        অসুস্থ অথচ রাখিয়াছে ধরে এক রকম আবদ্ধ ঘরে।


                        কে তারে খোঁজ করে, মোর ধন দিয়েছি তোমারে
                        তুমিও তোমার ধন দান করেছ আমারে,
                        তালে আমরা সমান তাই জব্ধ কর তারে !
                        কত দিন পর চবক লেগেছে পূর্ণ কাজে।

                         বুড়ী মাতা দিল না যেতে বুদ্ধিমতী একদা দিয়েছিল মানসিক হাসপাতালে
                          আমিও সেই পাপিষ্ঠ অচল বৃদ্ধের উত্তরাধীকারী,
                          হাসিয়া হাসিয়া যে দিন সংখ্যা পর সংখ্যা বাড়িবে তখন বুঝিবে অপমান;
                           নীরব নিস্তব্ধ যে ছিল আজ, তাই বাঁচাইল প্রাণ!
                           ভাবিয়াছে রচিতজন আল্লাহর নিঃস্প্রাণ।

                           সমাজের এ অবক্ষয় আর ও কত সময়ে রচিব তাহা
                           তবে এ লিখা কার ও স র্বনাশ আবার কারও ফিরায় প্রাণ; 
                           গৃহকর্মী পরিচারিকা ফেলে বুড়ি আর নির্লজ্জ্বনী পায় ত্রাণ
                           হে নেপোলিয়ান! আল্লাহ মহান কিছু নিবেদিত মহাপ্রাণ;

                           শুকরিয়া হে মহান ! লিখা নয় তোমার প্রতি ধ্যান দিয়েছে পরিত্রাণ।