রবিবার, ২৯ জুলাই, ২০১৮

সোনার ময়নাা পাখী
একে আজাদ বাসু
২৯/৭/২০১৮
কই গেলা আমার সোনার ময়নাপাখী;
যত দিন ছিলে মনে তত দিন ছিলে মনসাথী ৷
অচিন দেশের অজানা আমার মনপাখী গো
হেলায় কাটাইছি এত বছর ঘর বাড়ী ছাড়ি ৷
তুমি আমার সোনার ময়নাা পাখী
আমি ভাবিয়া মনের কল্পনা কখনও হতে দেব না,
না না না কখনও হবে না কারও সাথী ৷
কেবল তুঁমিই আমার, সবাার সৃষ্টির ঘাট পার হতে
দিতে হবে আমায় তার মনের মণি ৷
তখনি বুঝবিি কো অচিন দেশের পাখী
তুমি কখনও ওয়াদা ভঙ্গ করনা ও প্রাানের
মনসাথী ৷ ===============


tag:-Allah is not sitting idle and deeds are done accordingly by others.

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

ধর্মই প্রাণ


                       ধর্মই প্রাণ
                   একে আজাদ বাসু
                 23 /7/2018
যতই বলনা  কেন এদিক সেদিক মন স্থির,
অনেক জায়গার সংস্কৃিত বিপথে টানে,
সুুপথ কোথায় খোঁজে পাই ?
আসলে যে সংস্কৃিত বলব হায়!
ধর্ম বিণা এ বিপদ রোেগর রক্ষা নাই ।
আসলে ঘন ঘন আকাশকে খোঁজে তাতে জীবন রক্ষা দায় ।
 সুুপথ কোথায় খোঁজে পাই ?
ধর্ম বিণা এ বিপদ রোেগর রক্ষা নাই ।
ডাক্তার দেখল খোঁজিত প্রায় পূর্ণ
অবিশাস্য হলেও সত্য এ তথ্য
যা বলেছি তা যদি নিয়মিত করা হয় তো রক্ষা ।
কোরআনের অপমানে কোন সমাধান নাই,
 সুুপথ কোথায় খোঁজে পাই ?

ধর্ম বিণা এ বিপদ রোগের রক্ষা নাই ।





রবিবার, ২২ জুলাই, ২০১৮

কাক ও খঞ্ছর পাখী

 কাক খঞ্জর পাখী
                   একে  আজাদ বাসু
                     22/7/2018

মন যেে চায়  বলতে ও লিখতে
সব কি পারা যায় শিখতে!
তাই শিখে যে ইহা দেখাইতে,
মনও বলে যে ইহাইেতা া

মন পাখী লো এ কী শিখালা, নাচে তো পাখী!
কাক  শুনেেছিল  আগেে যা তার দ্বিিগুন
ভবি নাচব সুন্দর নাচন লো ওগো নিরানা
এবার দেখাব সব পাখীরে যা তারা জানত না ৷

কাক বলে ওরে খন্জর তুই মেয়ের মতন
পাছা নাচন পাখী যে লােক বলে সুন্দর গঠন
আমার নাচন লাফ দিয়ে পথ চলা কত কঠিন;
মোর বুলি কা কা যেন ভিন্ন ভাষায় মধুর সুরে গান ।=========================
                                   

শনিবার, ২১ জুলাই, ২০১৮

একটি বাংলা মনের গান


একিট বাংলা মনের গান
                              এেক আজাদ বাসু
                             22/ 7/2018

আ রে ও সর্বনাশা ঝড়্ হঠাৎ এসে
কেন আমায় ডুবাইিল, কেন আমায় ভাসাাইলি
আগে ছিলাম কত ভাল, ভিক্ষার ঝোলা হাতে নেওয়াইলা!
আরে ও সর্বনাশা ঝড়্ হঠাৎ এসে কাঁদাইলা!

জীবন তড়িৎ যায় ঘোর অমাবস্যার কোলে
সেই  যদি হত মোর আশা ভরসা  একমাত্র  নেশা!
কাল্ অকালে যেত সর্বনাশার ঘোরে মিছা আশানিরাশা;
কেন সর্বনাশাঝড় আমায় তোমার ইচ্ছায় ডুবাইিল!



মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

চেহরাার জয়

􀄺চেহরার জয়
আবুলকালামআজাদবাসু
৪/৩/২০১৮
জীবন 􀄺গল ফুিরেয় না তােত জয়,
জয় শ􀉆 এেন িদল 􀆵ােণর অকৃ ি􀆯ম পণ ৷
শে􀉆 হয় না 􀄺শষ মূেখ 􀄺লেগ থােক তার আশা
মেূ খ ললনা 􀆵􀅳ােণ 􀄺জেগ নতু ন আশা আিজও।
জয় জয়া একিদন তারা মানুেষর মােঝ
সারা􀇘ণ মনেক নািচেয় তুলেতা গাইেতাগান
এখন যিদ না 􀄺দিখ নীেচ তার নাম 􀄺স অবলা
􀄺তমিন এক􀇅 হািস 􀄺দখতাম পাতা খুলেল,
পণ আমার 􀄺দখব তার হািস িমটাব তৃ ি􀈼৷
এেকর পর এক িগেয় যখন 􀄺গলাম
􀋲দয় উ􀇇ল িশহিরয়া অ􀋟জেল ৷
􀄺তারাই মানব, 􀄺তারাই শ􀋝 মানবী৷
এক বুড়ী হােত লা􀇇 চারবছেরর এক িশ􀋝
দুেমাট 􀄺ফেল খায় ভাঙা ঘর এই তার স􀋘ল।
যােদর যতবুি􀈝 জয়জয়ার আেছিমি􀉳র স􀉕ার
===============================
==

সোমবার, ২৬ মার্চ, ২০১৮

মরণ আমায় ডাক দিয়েেেছেে

মরণ আমায় ডাক দিয়েছে
আবুলকালামআজাদবাসু
   ২৬/৩/২০১৮
 মরণ আমায় ডাক দিয়েছে,
হয়তো নাই কিছু বাকী ।
কত বকাবকি নেই স্বপ্নের ভাষা,
আছে ব্য্ কুলতা মনের আশা ।
জীবন মানে সংগ্রাম আজি নিঃস্ব!      
কোথায় আমার ঠিকানা?
রক্ক্ত্ আমার যদি রহে জীবিত
বাংলার মত ফুটবে সেই ফুল ।======
=======================


রবিবার, ২৫ মার্চ, ২০১৮

Why I am not interested to write about Islam and religion

Why I am not interested to write about Islam and religion
Akazadbasu
25/3/2018
Immortal (33)
(33) When all wise, judicious would agree that all religions were true and
came to establish peace, so is the case for last religion: peace. Not all
prophets but a person who will appear as a sign of last day, who is
excellent to prove himself the truth in accordance with God’s will,
according to Holy Books (Quran, Hadith, Bible and other religions ) ,
then they would accept the truth, (that God is one and there is none, The
nature of God reveals the Truth).
“Above I quoted  about Islam or any religion all try to reach to God to
their worship but everyone cannot, who reach where that an end for him
and come back to earth preach his own doctrine what understood as the result there are so many groups but Nabi Rasul are nominated and reach to
their Goal.”
Now it is seen that almost pdf file do not show those gist as all
religious people wanted to be great without knowing the truth.
If any scientist or known people ask them they would not be
neither answer nor say God knows better but a big tail after
and before their name. They quarrel each other for
superiority. They try to find out fault others without accepting
the truth. If one likes not then he should leave
it.=======================

শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮


বিরহ শোক
                  Akazadbasu
                  2/5/2017
                                  (১)
           আয়রে খাঁচার পাখি খাঁচায় ফিরে আয়,
     কতকাল নির্জনে বসে কাটাবে কাল?
     যুগ যুগ তোমা না দেখিয়া হারায়েছি
     সব জ্ঞান অন্তঃকরণে তুমি আছ গাঁথা
     খাঁচায় যদি দেখি তোমায় দু-নয়নে
     আবদ্ধ ঘরে বেধেঁ রাখব দু-নয়নের জলে৷
     চিরতরে রহিবে সযতনে নুতন ঘরে,
     আয়রে পাখি আয় ফিরে আয়
     দু-চোখ খুলে দেখ কেমনে কাটাই দিন!
     মনের ব্যাকুলতা যাবে চলে
     যদি তোমায় পাই কাছে নয়নের মাঝে৷  


বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮


English My words First part English
                                              Akazadbasu
                  
                                                                                                                                                         

 
                         Am I Krishna, Buddha, Isha Mosi or Imam Mehdi ?

                                                  

                                                                     Basu

                                               
                                              Published by: Basu
                                                                                                                                                                                                                                                                                   
                                                                        Preface
Among the prophets Hazarat Isha (A:) is one of them, and a different person. Though he had sent to a tribe especially, even then, he will come back again in this World, and he is the sign of last day, Day of resurrection. After two thousand years I began to write about the life of Hazarat Isha(A) but the thing is that , the life of mine has been analyzed in accordance with Quran, Hadith, Engil, Bible and other religious books. The aim of writings the book is to protect it from some arrogances whoever claimed them that such claimed particular person is Hazarat Isha (A). It proved that they have gone out of the right path and their foundation based on the hill of sand.  One of them is Mirza Golam Ahmed kadiani. First edition had published in 1999; there it found that subject matter was not clear for what the book had written again. In the new edition prophecy of different well-known person are revealed and endowed with a few composing poems.
The book is made of thirty parts. Md. Nur Uddin Jahangir (Khokan), Father’s name: Mr. Nur Mohammed Vill: East Pukuria, Paurasava: chakaria,cox’s Bazar, one of my colleague had lived together for a few years, favored me to publish the first edition `Aamar Katha’ Am I Krishna, Buddha, Isha Mosi or Imam Mehdi? Dr. Tawhidul Islam (Jamal) also assisted in various ways, presenting books, Hotel Management and others who support the person and he expresses much pleasure and obligation to them. It will be pleasure to know that if the readers know a little then it would think that the effort has been in success.


                                                                         

                                                Immortal words
(1) God is one and supreme, He has no co sharer, He is the only ‘Nur’ has no example. ‘Nur’ which is comparable, that is created from His virtues.
(2) God is formless, formless means there is no existence except God, as there is none to worship except God. God has existence with virtues which also incorporeal. He has His own kingdom of virtues which has no shape. His virtues have not separated from Him.
(3) God is one and having no parallel, He has existence but has no form, un-embodied, there is no similarity of Him; He has nothing of form, not even smallest part of form. The existence of God means He is not like His creation because He created all worldly things, He is God who gave all shapes, as a result He is formless, His existence cannot be explained in this form, though a few illustration were described alike in Quran where His word ‘Ruhh’ took shelter.
(4) ‘Ruhh’ is His word, His breathing or His order, (one says His satisfaction which is also formless, God knows better).
(5)   In one word ‘Nur’ is created from ‘Nur’. ‘Nur’ is one of virtues of God. Created ‘knowledge’ based on His virtues which is formless (Nur means knowledge)?
(6) ‘Nur’ and ‘Ruhh’ both are primary. ‘Ruhh’ is formless, created ‘Nur’ is in form. ‘Ruhh’ is the heart of ‘Nur’ which cannot live alone. The duty of righteous is to try to safeguard the people, from wrongdoers ‘DAZZAL’. Those persons will create evil company, arbitrary and corrupt faith. The word ‘formless’ is used and available, that is why it is only for God, He has no definite form, has no shape at all,but His existence has no doubt.
(7) The whole universe has created from big bang, comparable to ‘Nur’ from which everything has created.
(8) Soul is one of the lives created from ‘Nur’ a body not perceptible by senses that are pure Neff’s or soul of men.
(9)   ‘Ruhh’ covered by ‘Nur’ the most glorious, inhabitant of one of the world named ‘Nur’. Moreover can be said child of men.
(10) ‘Ruhh’ is formless and always remain sincere to God, devoted towards God, other hand ‘Nur’ is pure, feels everything worldl


  


                  
                                                                                                                                                         



(11)Naff’s becomes pure through ‘Nur’.
(!2) ‘Ruhh’ word is above the word ‘holy’. ‘Nur’ earns intimacy of God through ‘Ruhh’.
(13).Nur (created) is congregation of virtues of God and formed. On the other hand Ruhh is shapeless as a word of God, which is contacted to incorporeal.
(14)Nur-e-Mohammadi and Ruhh-e-Mohammadi both are origin.
(15). In the universe, Ruhh is formless because it cannot be seen by even divine messengers. Except him divine knowledge, self-examination and devotion of love towards God is not possible.
(16). The shape of Adam is not (I) but like (Mine). (Something is alike where He can live), keeping the idea in view anyone would be able to visit spiritual world named Nur-e-Mohammadi and from there, with devotion of love, that one would be able to go to next world named Ruhh-e-Mohammadi, and ther intimacy of God can acquire.
(17). An astral body of human called child, that child stays in mother’s womb and breath into the body of worldly child, that breath is astral body of human.
(18). God displayed Himself (knowledge) in Nur through Ruhh.
(19). The existence of God himself revealed in few verses, for example throne: which means seat, power, knowledge, symbol of authority, so it is His knowledge and power, sometimes expressed : Hands, Legs Face etc. these are also to understand in sense, where Ruhh takes shelter, (may be with Jinn, Angel or men). So think about God Who is having form, absolutely a wrong doctrine, smallest part of atom no definite form, but it has virtue of particular things. God is out of it. His knowledge has no limit and men cannot think over.
(20). God’s introductions depends on, sign of love with Him (the more you research the more you will learn, basis). Pure Neff’s or soul gets Allah through Ruhh, other than this man does not know any other way.
(21). Muslim believes all prophets, invisible God, Jinn’s Angels do not create dissimilarity among the prophets, but believes that Hazarat (SM) is greatest and last prophet among all prophets.
(22). All prophets have their own life history book and even a man also possesses his life history book (that is a book of fate).




(23). Divine books were revealed to all prophets, may be a part of the book, may be an order, or in dream divine orders were conveyed to an apostle, these all are Kalam of God. 


 (24) Holy Quran is the original Book. With the arrival of Last prophet, The Holy Quran also became Last Divine Book.
(25) Isha or Jesus (A) is the last man, who will come as followers of Mohammed (SM). He (A) is the followers of all prophets (Isharuhulla)
(26) In the world all prophets rebirth, once upon a time, visit the spiritual world `Ruhh-e-Mohammedi; comes nearer to God and receives Divine Words, and comes back to the world to accomplish the duties. On the other hand, righteous like Arif, Oliawlia (pious) and other righteous visit spiritual world, the far they reach into higher spiritual world, with that limitation they come back and purify others in accordance with Quran and Sunnah.
(27) When compression  will start, the signs of last day would appear before, once upon a time, where all tribes were lived together, Final Judgment would be held ( there means in such distance we all meet each other, Jinn’s, Angels etc.). It may take forty days or forty thousand years according to law of God. 
(28) An atom has own origin, but when it divided into many parts, they forget their origin and do not recognize themselves; but become more powerful ever before, that particular divided parts of atom may destroy the world. It is described an inner power of a things, who loses her origin, it mixes up with others, forgets self-originality. When seer reaches on that level stage by stage, he forgets all forms and does not recognize himself, Wills of God works in him, then their Lord is only God ,one God, He is Lord of both form and formless things and beings, So He is absolute and Shapeless. Once righteous reaches to that destination, he forgets caste originality; it never comes up in the mind of good devotee, who follows the Truth of God.
(29) Directly or indirectly, all people whosoever believes the Holy books they all believe that only one God (except a few). In the first part of the Truth that is no one except God, Who has no partner in creation proves. So distinct not nor create any dispute but politeness, humanity and approach through inner spiritual knowledge, one should realize the matter in this age.
(30) War gives no solution to any dispute, not at all. However, cooperation, consideration, understanding the feelings of others; a permanent solution would be expected by us. It is very wrong to destroy a tribe. However, God hath All Power to do so. On this issue make no friction; do not try to murder any one in secret. These are not allowed in Islam, till self is attacked by, no hostilities and warfare; go through God’s will, His directed way, till a nation forcibly compelled by other nation, till then decay and show perseverance; it is best of all. Nevertheless, fight between Muslim and non-Muslim to make them understand about the spiritual philosophy and thoughts in Islam. Make them understand about science, inner light   whatever revealed in the Quran. Publish all religious thought of all prophets in a good manner, what was their view, and that will bring us together, sometimes it would lead us into Truth of God.
(31) About love and passion, spiritual love for God, the Lord Who possesses The Most Beautiful names, in every religion people talk about His love. There are people who do not love Him without seeing His Face. A few love Him seeing His creation how beautiful they are! Others love idols or something staff made materials and try to create Love in heart for Him, nay, He has forbidden such activities. Truth are there in every religion, we must say that every religion belongs to God; may be that a few evil doers changed The God’s law for their own benefit. In Islam something prevails like that in the heart of ‘ Sufi’s’ , they keep it in their mind, pray to God remembering something visible like light or ‘nur’ etc.
(32) God loves His creation, In the Hadith, a few Hadith revealed that some nation or tribe will be destroyed; is it so? It is not, some nation or tribe will be disappeared from the world! He can, God hath do anything He likes. Moreover, how you will pass over! By leaving your old fashion, tradition etc. and God may create in you deep passion and affection, which will bring us together to live, `o, is not the place of yours? 
(33) When all wise, judicious would agree that all religion were true and came to establish peace, so is the case for last religion: peace. Not all prophets but a person who will appear as a sign of last day, who is excellent to prove himself the truth in accordance with God’s will, according to Holy Books  (Quran, Hadith, Bible and other religion books) , then they would accept truth, (that God is one and there is none , The nature of God reveals the Truth). In reaserch all can’t reach to destination but as their own effort where reached from there come down and preach their earned knowledge. Only Nabi and Rasul can reasch to the destination others come back earned knowledge. God is one and there is none to share Him.  


বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

আমার কথা প্র্রথম অংশ


আমার কথা (প্রথম খণ্ড)          



 CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )
Lt mno. 11677388 11748286 Dhaka




     আমি কৃষ্ণ বুদ্ধ ঈসা মসিহ্
                            বা
                    মেহেদী কিনা?              



                              বাসু

 আমার কথা   প্রথম  খণ্ড                                                             
প্রকাশক               
                   বাসু

                সর্বস্বত্ব¡
         লেখক কতৃক সং রক্ষিত

             প্রকাশকাল
           প্রথম সংস্করণঃ মার্চ ১৯৯৯৯ইং
         দ্বিতীয়  সংষ্করণঃ

             প্রচ্ছদ
         সাগরিকা কমম্পিউটার
(লখকের পরিকল্পনা অনুসারে)

                    অক্ষরবিন্যাস 
           আবুল কালাম আজাদ বাসু


               মুদ্রণ
        সাগরিকা প্রিন্টার্স©
        সিরাজদ্দৌল্লা রোড়, আন্দরকিল্ললা­v
         চট্রগ্রাম ।ফোনঃ ৬২৪৪৯৮                                                                                                                                                                                                                                                       
                                                       উপক্রমণিকা

হযরত ঈসা (আঃ) জগতের মধ্যে অন্যতম যদিও তিনি কোন বিশেষের জন্যে প্রেরিত ছিলেন তবুও তাঁর পূনর্বার আগমন সকলের তরে কেয়ামতের নিদর্শন প্রায় দুহাজার বৎসর পর তাঁর জীবনের খুঁটিাটি আমার জীবন বৃত্তান্তের সাথে তুলে কাদিয়ানীদের ভুল মতবাদ এবং তাদের বিশ্বাস বামূল ভিত্ যে, বালির ওপর প্রতিষ্ঠিত তা প্রমাণ জন্যে প্রয়াস প্রথম খন্ড ১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয়েছিল, তাতে কিছু ভুল পরিলক্ষিত হলে নতুন আঙ্গিকে মূল বিষয়াবলী কেবল পিরিচিতি এবং হযরত ঈসা (আঃ) এর আবির্ভাব সংক্রান্ত ভাবীবাণীগুলো ঈষৎব্যাখ্যা প্রদানের মাধ্যমে প্রথম খন্ডের ইতি টানা হয়েছে এতে কিছু পরিবতর্ন,  পরিবধর্ন করার প্রয়াস চালানো হয়েছে কিন্তু কলেবর বৃদ্ধি যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে
কিতাবটা ৩০তম খন্ডে বিভক্ত আমার ঘনিষ্ট সহযোগী মোহাম্মদ নূরউদ্দিন জাহাঙ্গীর (খোকন) এর সহায়তায় এবং আন্তরিক প্রচেষ্টায়আমার কথাপ্রথম খন্ড পূর্ব সংস্করণআমি কৃষ্ণ, বুদ্ধ, ঈসামসিহ বা ইমাম মেহেদী কিনা ?’ এর প্রকাশ করতে সক্ষম হই তাতে কিছু অনিয়ম ভুল পরিলক্ষিত হবার কারণে দ্বিতীয় সংস্করণের আয়োজন করি তার সৎকর্ম এবং উদ্যোগী ভূমিকা পালনের জন্যে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিশেষভাবে ডাঃ তৌহিদুল ইসলাম (জামাল) সাহেবের কাছে ঋণী কারণ তিনি আমাকে মূল্যবান কিতাবাদি পরামশর্দানে অনেক সহযোগিতা করেছেন সবোর্পরি করুণাময় আল্লাহর দরবারে তাঁদের এবং হোটেল কতৃপক্ষকে যাঁরা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের শান্তি উজ্জ্বল ভবিষ্যত জীবন কামনা করছি
অনেকাংশে ভুলভ্রান্তির দায়িত্ব নিজের অদক্ষতার কারণে যোজিত বলে নিজেই তা গ্রহন করে সহৃদয় পাঠক পাঠিকাদের কাছে ক্ষমাপ্রার্থী প্রথম সংস্করণ অনেকাংশে দুবোর্ধ্য ছিল বলে দ্বিতীয় খন্ডের কবিতাংশের খন্ড খন্ড পংক্তিগুলো সংযোজন, পরিবতর্ন করা হয়েছে যদি তাতে কিছুমাত্র বোধ এবং লেখকের যৎসামান্য পরিচিতি ফুটে উঠে তবেই মনে করা হবে শ্রম সাথর্ক হয়েছে
                                                                   ইতি
                                                                   বাসু


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             
                           
                                                   শুভেচ্ছা  
হোটেলে থাকার সুবাদে আমার সাথে আজাদ  ভাইয়ের  পরিচয় ।রাত  জেগে পড়ার অভ্যাস  আমার  সেই ছোট বেলা থেকেই ।সিগেরেট ধরাবার  জন্য্ ম্য্যাচ খুঁজতে গিয়ে ভোর  ৪টার সময় তাঁকে আবিষ্কার করি হোটেল মার্টিন এর রিসিপশন  ডেস্কে গবেষণা কর্মে ।অবাক হয়েছি তাঁর কথা শুনে ধর্ম ননিয়ে কোনরূপ গোঁড়ামি  আমার নেই  একজন চিকিৎসক কম্পিউটার বিজ্ঞানের ছাত্র্  হিসাবে।ভাল লেগেছে আমার কাছে ।কাদিয়ানিদের আকিদার বিষয়ে আমার যতটুকু  শিক্ষারর অভাব ছিল তার সান্নিধ্যে উৎসাহের কারণে হয়তো বা পূরণ হয়েছে ।তাঁর বিশাল গবেষণা কর্ম-ধর্ম তাদের জন্যে নিশ্চয় ‍‌সুফল বয়ে আনবে। মুসলমান  অমুসলমান সকলের কাছে আমার অনুরোধ একবারে জন্য্ হলেও পুস্তকটি যেন তারা চোখ  রাখেন।।অনেক  রহস্য্ উন্মোচন হয়ে যাবে।      

                                                     আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি।     
                                                                        বিনীত
                                              ডাঃমোহাঃতৌহিদুলইসলাম (জামাল)
                                                         কো‌‌‌ট পাড়া, কুষ্টিয়া।

                                                                                                                                                                                                                                                                                                            

                                     












ক্রমিক  কিতাবের নাম  লেখকের নাম            প্রেস/ প্রকাশক/ সাল                                                            
১)কিতাবুলমোকাদ্দস              মঞ্জিল-ই-কিতাবূল                                                                                                           মোকাদ্দস,                                                      মোকাদস  ঢাকা,                      
                                                                         বাংলাদেশ
--------------------------------------------------------------------------------                                                                                                                           
                                                                                  
২)ছহী-আলবুখারী শরীফ  ইমামমুহাম্মদ ইবনে    অনুবাদঃ                   
                                  ইসমাঈল বুখারী (রহঃ) মওলানা
                                   মোঃআশরাফউজ্জামান                                                                           
                                                          প্রকাশকঃ সুলেখা প্রকাশনী  
--------------------------------------------------------------------------------                                                                               
  (৩) আল-কুরআনুল করীম                     ইসলামিক ফাউন্ডেশন
                                                               বাংলাদেশ/১৯৮৭ইং--------------------------------------------------------
(৪) কতুবাত শরীফ এ,টি,খলীল-আহমদ     মুদ্রাকরঃসালেহআহমদ    অবলম্বনে                                  সুলেখা ছাপাঘর
     আত্মদর্শনে-                                ১৯৭৮ইং              
      সত্যদর্শন
--------------------------------------------------------------------------
(৫)   আহমদীয়াত    মৌলানা এজাজ আহমদ    বি,বাড়ীয়া--------------------------------------------------------------------------------
(৬) তফসীরে মারেফুল কোরান হযরত মাওলানা মুফতী  মোহাম্মদ শাফী(রাহঃ)--------------------------------------------------------------------------------
 (৭) পবিত্র নতুন নিয়ম বাইবেল   বাংলাদেশ বাইবেল
                                                      সোসাইটি ১৯৮৪ ১৯৯০ইং                                                                                                                                                                                                               
--------------------------------------------------------------------------------
(৮)তাফহীমূল কোরান     মওলানা মওদুদী আহমদ     

 
                                         অমরবাণী                                                                                                                                                                                                         

() আল্লাহ এক অদ্বিতীয়, তাঁর কোনো শরীক নেই তিনিই একমাত্র নূর যাঁর কোনো উপমা নেই যে নূর উপমারযোগ্য উহা তাঁরই গুণাবলী বিশেষ
() আল্লাহ নিরাকার, নিরাকার অর্থ নেই কোনো কিছু আল্লাহ ব্যতীত, যেমন নেই কোনো উপাস্য একমাত্র আল্লাহ ব্যতীত তাঁর নিরাকার রাজ্য রয়েছে যেথায় আকারহীন গুণাবলী বিশেষ বিদ্যমান আল্লাহর নিরাকার রাজ্য আল্লাহর সত্তা থেকে আলাদা নহে
() আল্লাহ এক অদ্বিতীয়, তাঁর অস্তিত্ব আছে কিন্তু আকারহীন, উপমাহীন এবং আকারের সূক্ষ্ণতমও নন আল্লাহর বলতে তিনি সৃষ্টির মত নহে এবং সব আকারের স্রষ্টা ফলে তিনি আকারহীন এবং অস্তিত্ববান সত্তা যার কোনো ব্যাখ্যা নেই যদিও কোরআনে কুদরতি কিছু অঙ্গ-প্রত্যঙ্গের উপমা পেশ করা হয়েছে
() রূহ আল্লাহর প্রত্যক্ষ তুষ্টি নিরাকার, ফূকার বা আদেশ ঘটিত
() নুর নামীয় গুণের সমষ্টিজগত সমূহের সূক্ষ্ণতর অচেতন নিরাকার থেকে সৃষ্ট  
() নূর রূহ আদি আউয়ালো মা খালাকালাহো রূহী এবং আউয়ালো মা খালাকালাহো নূরী’’ (হাদীস) রূহ নিরাকার , সৃষ্ট নূর আকার রূহ নূর এর মধ্যমণি, একা থাকতে পারে না শেষ যুগে এসে দজ্জালের ফেতনা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে তাই অনুসরণ করা ধার্মিক ব্যক্তিদের কর্তব্য নিরাকার শব্দ আছে বলেই তা একমাত্র আল্লাহর জন্যে প্রযোজ্য হয়েছে তাঁর নির্দিষ্ট কোনো আকার নেই, রূপও নেই কিন্তু অস্তিত্ববান (উল্লেখ্য দুটো জিনিষ একসাথে আদি হতে পারে না ৷তাই একটা নিরাকারে এবং অন্যটি আকারে আদি )
() বিশ্বব্রহ্মাণ্ড একটা বিগ্ ব্যাঙ, উপমেয় নূর দিয়ে সৃষ্ট যা থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে
() আত্মা নূর পোষাক প্রাণ সূক্ষ্ণ শরীর বিশিষ্ট বিশুদ্ধ নফস্ এবং পবিত্র
() রূহ নূর পোষাক আবৃত্ত প্রাণের মধ্যমণি, নূর জগতের বাসিন্দা সূক্ষ্ণ মানব শিশু
(১০) রূহ নিরাকার আল্লাহ প্রেমে মত্ত, আত্মা পবিত্র কিন্তু ভোগ বিলাসী সূখদুঃখ অনুভবকারী
 (১১) বিশুদ্ধ নফসনূরএর মাধ্যমে নূর প্রাপ্ত হয় এবং পবিত্র হয়
(১২) ‘রূহপবিত্র হতে ঊর্ধ্বেনূররূহের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে  
 (১৩) ‘নূর গুণাবলী সমষ্টির রূপরূহজাত সম্পর্কিত আকারহীন
(১৪) নূরে মোহাম্মদী রূহে মোহাম্মদী আদি
 (১৫) সৃষ্টির কূলেরূহএকমাত্র নিরাকার, রূহকে ছাড়া আল্লাহর পরিচয় দর্শন, আত্ম দর্শন, জ্ঞান লাভ করা বা আল্লাহর পরিচয়, নৈকট্য লাভ করা সম্ভব নয়
(১৬) আদম এর সূরত আঁমি নহে, আঁমার মতো, পথে গমনের মাধ্যমে নূরে মোহাম্মদী জ্যোতি ধারায় মিশে রূহে মোহাম্মদী প্রেম ধারায় আল্লাহর জ্ঞান আত্ম দর্শন বোধ অর্জন করা যায় ৷
(১৭) সূক্ষ্ম মানব শিশু ত্রিবিধ কালের এককালে ফেরেশতাদের মাধ্যমে মাতৃ-জঠরে সঞ্চার করা হয় জীবাত্মা স্থূল শরীরে
(১৮) আল্লাহর পরিচয় বিকাশের স্থল হলওনূরমাধ্যম হলওরূহ
(১৯) আল্লাহর অস্তিত্বের প্রকাশ কুদরত আপাদমস্তক, সৃষ্ট কুরসিতে সমাসীন, জ্ঞানে সমগ্র বিশ্ব-ব্রহ্মাণ্ড পরিবেষ্টন করে আছেন অর্থে তিনি বিলীন হন নি, তাঁর হাত পা, মুখমণ্ডল অনুরূপ ব্যক্ত (কুদরতি) যে রূপের-মধ্যেরূহআশ্রয় নিয়েছে, তা দৃশ্যে বা অদৃশ্যে একইভাবে ব্যক্ত এতে আল্লাহর অস্তিত্বের আকার ধারণা ভুল মতবাদ কারণ আকারের সূক্ষ্মতর বস্তু যার কোনও অস্তিত্ব নেই যেমন পরমাণু তারও আকারের গুণাবলী আছে সুতরাং  আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞান সীমার ঊর্ধ্বে
(২০) আল্লাহর পরিচয় আল্লাহ প্রেমে, ‘বিশুদ্ধ আত্মানূর এর মধ্য দিয়ে রূহের মাধ্যমে তাঁকে পাওয়া ছাড়া  অন্য কোনও পন্থা মানুষের জানা নেই
(২১) মুসলমান সব নবীরাসূলদের স্বীকার করে, অদৃশ্যে বিশ্বাস করে, নবী রসূলদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে না, কিন্তু নবীরাসূলদের মাঝে হযরত (সঃ) শ্রেষ্ঠ শেষ নবী এবং রসূল কথা বিশ্বাস করে
(২২) প্রত্যেক নবী রসূল এমনকি প্রত্যেক মানবেরজীবন বইরয়েছে
(২৩) সব নবী রসূলদের কাছে আসমানি কিতাব, ছহিফা নাযিল বা স্বপ্ন যোগে আদেশ নির্দেশ দেয়া হয়েছে এসব আল্লাহর কালাম
(২৪) পাককোরআন আল্লাহর মূলগ্রন্থ সর্বশেষ নবীর আগমনে পাককোরআনও আল্লাহর সর্বশেষ পবিত্র গ্রন্থ
(২৫) ঈসা (আঃ) সর্বশেষ আগমনকারী ব্যক্তি উম্মতে মোহাম্মদী এবং সব নবীগণের উম্মত (ঈসারূহুল্লাহ)
(২৬) ধরাধামে নবী (আঃ) গণ পুনর্জন্ম লাভ করে মোহাম্মদী জগতে ভ্রমণ করে আল্লাহর নৈকট্য লাভ করেন এবং কর্তব্য কর্ম সম্পাদন করার নিমিত্তে অবতরণ  করেন অন্যদিকে আরিফ, আম্বিয়া, অলি-আউলিয়া, বুজুগার্নেদ্বীন ও অন্যান্য ধার্মিক ব্যক্তিগণ আরোহণ করেন এবং তার মাঝে কেউ কেউ যিনি যতটুকু নৈকট্য হাসিল করতে পারেন তা নিয়ে শরীয়তের খেদমতের অনুসন্ধানে অবতরণ করে থাকেন ৷
(২৭) সঙ্কোচনের মাধ্যমে কেয়ামতের পূর্ণ আলামত শুরু হবে ৷ সে স্থানে কেয়ামত অনুষ্ঠিত হবে যে স্থানে আদি পিতা আদম (আঃ) ও সকল-জাতি একসাথে বাস করতো ৷ তাতে চল্লিশ দিন বা চল্লিশ হাজার বছর সময় লাগতে পারে ৷
(২৮) অণুর মৌলিক সত্তা বিদ্যমান, অণু যখন পরমাণুতে বিভাজন হয় তখন সত্তা-হীন হয়ে পড়ে, সে আরও শক্তিশালী হয়, এমনকি পৃথিবীকে ধ্বংস করার শক্তি অর্জন করে থাকে ৷ সে তখন তার আমিত্ব হারায়ে ফেলে ৷  সে কার ? সে পরিচয় থাকে না ; সাধক যখন এ অবস্থায় উপনীত হয় তখন তার আর ‘আকার-রূপ’ অস্তিত্ব থাকে না ৷ এ অস্তিত্বহীনদের মালিক আল্লাহ অস্তিত্ববান একমাত্র সত্ত্ব, তিঁনি আকার ও অস্তিত্বহীনদের মালিক বিধায় তিঁনি সদা নিরাকার ৷ সাধকগণ এরূপ স্থানে উপনীত হলে জাতিভেদ তাঁদের মধ্যে আর পরিলক্ষিত হয় না ৷
(২৯) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব ধর্মের লোক এক আল্লাহতে বিশ্বাসী ৷ এতে কলেমার প্রথম অংশ পূরণ হয় বিধায় মানুষের ভেদাভেদ সৃষ্টি না করে জ্ঞান দিয়ে সবাইকে উপলব্ধি করা প্রয়োজন ৷
(৩০) যুদ্ধ কোনো কালে স্থায়ী সমাধান দিতে পারেনি ৷ সমঝোতার ভিত্তিতে স্থায়ী সমাধান আশা করা যায় ৷ কোনও জাতিকে নিশ্চিহ্ন করা মহান আল্লাহর কাজ, এ নিয়ে সংঘাত, হত্যা, গুপ্তহত্যা, যুদ্ধবিগ্রহ কোনাটাই আল্লাহর নির্দেশিত পথ নহে যখন পর্যন্ত এক জাতি অন্য আর এক জাতির উপর জোর করে যুদ্ধ চাপায়ে না দেয় তখন পর্যন্ত ধৈর্য ধারণ করাই শ্রেয় ৷ বরং যুদ্ধ হবে মুসলিম ও অমুসলিম মাঝে এ নিয়ে যে, কোরআন ও বিজ্ঞান বিষয়ক তথ্য নিয়ে এবং প্রতিটি ধর্ম সম্পর্কে প্রতিদিনের খবরের কাগজে কমপক্ষে একটি পৃষ্ঠা বিশ্বময় প্রচার করাই হবে দু দলের প্রধান কাজ৷ উহাই স্থায়ী সমাধানের পথ বের করে আনবে ৷
(৩১) প্রত্যেক ধর্মে প্রেম ভালবাসা, আল্লাহর প্রেম সৃষ্টির কথা হলেও তাঁর প্রকৃতস্বরূপ ব্যাখ্যায় কেউ আকারহীনকে ভালবেসে কেবল তাঁর বাহ্যিক দৃশ্যাবলী উপভোগ করে ৷ অন্য কেউ আকারকে স্থান প্রদান করে খেলা করতে করতে প্রেম নিবেদনের মাধ্যমে আল্লাহর প্রেম জাগিয়ে তোলে যদিও তা আল্লাহর পছন্দনীয় নয় ৷ সব ধর্ম মাঝে সত্য যে রয়েছে তা কেবল জ্ঞান দিয়ে উপলব্ধি করতে হবে ৷ ইসলাম ধর্মে আকারের স্থান নেই, তবুও সূফীতত্ত্ব এদিকটা তেমন প্রাধান্য দেয় না ৷
(৩২) যে সব জাতি নিশ্চিহ্ন হবার কথা হাদিছে উল্লেখ রয়েছে, সে সব আপনা থেকে বিলুপ্ত হতে থাকবে আল্লাহর কুদরতে এবং অনেকেই বরফের মত গলে যাবে আন্তরিক প্রেম ও ভালবাসার স্পন্দনে এবং বন্ধনে ৷
(৩৩) পণ্ডিত ব্যক্তিরা যখন স্বীকার করবেন যে, প্রত্যেক ধর্মে সত্য ছিল এবং শেষ ধর্ম শান্তির ধর্ম, একব্যক্তিই আল্লাহর কুদরত বলে নিজেকে সব ধর্মমতে যুক্তি এবং সত্যসহ প্রকাশিত হয়ে পড়বে, তখন তারা বিনা দ্বন্দ্বে তা গ্রহণ করবেন ৷যে ব্যক্তি সাধনায়  যতটুকু স্থানে পৌঁছায় উহাকে  শেষ  বর্ণনা     মনে করিয়া  মানুষের কাছে উপস্থাপন  করে থাকেন  ৷ তাই   ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকেন ৷৷   একমাত্র নবী  রাসুলগণ ছাড়া  গন্তব্য স্থানে  কেউ পৌঁছতে পারেন না ৷