বিশ্ব দরবার
আবুলকালামআজাদবাসু
বিশ্ব দরবার
মাঝে মাথা করিয়া উঁচু
বলি আমি,
প্রকৃতি বলে আমায় যিশু,
আমার মাঝে
বিদ্যুৎ প্রবাহ চমকায়ে
প্রকৃতির
শক্তি করিল উর্বর, চাঙ্গা
মনে উৎসাহ
উদ্দীপনা নিয়ে হয়েছি
হাজির, প্রকৃতি
বলে যে আমায় যিশু
আমিই কালামের
আলফা ও ওমেগা ৷
আমিই কালাম,
নামে নাহি আছে যশ
গরব নয়,
পরম পাওয়া মানব
মানবের রূহ
যায় চলে তাঁর ঘরে,
তাঁহারে
স্মরি কবিতায় নির্জনে বসে ৷
ক্ষুধা তৃষ্ণা
করি নিবারণ সব ভুলে,
তাঁহারি
তুল্য নাহি আছে কেহ যে আর
একথা ভাবি
দমে দমে সহস্রবার ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন