মনুষ্য-পুত্র
আবুলকালামআজাদবাসু
দখিনা হাওয়া
যখন বয় সকালে
গাছের পাতা
গজায় সমস্ত গাছে
গ্রীষ্মকালে
তখন আসে; বৈশাখ মাসে
প্রভাতে
আসল শিশু নুর-দ্বয় কোলে
শিশুর মাতা
পিতা নাহি জানে এমন
কিছু, তাদের
পুত্র সন্তান হবে যীশু ৷
নাম রেখেছে
তার বাসু, শুরুতে বিষ্ণু
দখিনা হাওয়া
বহিছে গরমকালে
পাতা গজায়
গাছে গাছে, মনুষ্য-পুত্র
দুয়ারে,
স্মরণ করে ঈশ্বর, ঈশ্বর
হাদিছ এ ঈসার আবির্ভাব ফজরে ৷
দখিনা হাওয়া
যখন বয় সকালে
হৃদয়ে তখনই কোমল ছোঁয়া লাগে
ঘুম থেকে
উঠে ভোরে কায়মনোবাক্যে
মানব আল্লাহরে
ডাকে করুণ সুরে
হাজির তখনি
মনুষ্য-পুত্র দুয়ারে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন