মন কাঁদিস না
আবুলকালামআজাদবাসু
ওরে মন কাঁদিস
না রোদি-য়া রোদি-য়া,
সময় থাকতে
জ্বালাও নি কেন হিয়া!
ওরে মন কাঁদিস
না আর অবেলায়,
জনম-বেলা
গেল আঁধারে ফুরাইয়া
অবেলায় কেন
কাঁদিস তাঁর লাগিয়া?
ওরে মন কাঁদিস
না রোদি-য়া রোদি-য়া
বেলা গেল
যে অজান্তে আঁধারে কাটিয়া
অবেলায় দিয়েছ
বার্তা ফুঁৎকার দিয়া
গচ্ছিত ধন
কিমতে প্রকাশি ভাবিয়া,
ও মনরে মন
প্র-কাশিলাম চাহিয়া
অন্তঃ-জ্বালা
তুষানলে জ্বালিয়া জ্বালিয়া
ওরে মন কাঁদিস
না রোদি-য়া রোদি-য়া ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন