কৃষ্ণচূড়া ফুল
আবুল কালাম আজাদ বাসু
কৃষ্ণচূড়া গাছে লাল রঙিন ফুল
দেখে মন যায় ভরে
কৃষ্ণের মাথার চূড়ায় লেখা
বাংলার চন্দ্রবিন্দু
তাঁরে মাথায় লয়ে সদা সাজে
কৃষ্ণচূড়া ফুলের
রক্ত রঙিন আভা,
তুমি চিনলে না তারে তোমায় নিয়ে মনের বাসনা ৷
হে আমানত ! টুকটুকে টুকু টুকটুক
রঙিন ফুল ৷
আমায় দিয়েছ বরাত যখন কৃষ্ণচূড়ায়
বাঁশি দিয়ে
হাঁক দিয়েছিলাম বাগান সাজাতে
মর্তে
সাড়া দিয়েছিলে কায়া-বিহীন ঐ শর্তে
কোথায় লুকাবেন সে এই বিশাল ভূ-তে!
কে আসিবে ঘরে দি-গাঙ্গিনী অরূপ এ কাহিনী ৷
ধরা দিলে শেষে বীরাঙ্গনা বেশে জান না ভেদ
একদা অরূপের সাথে হবে মম দরশন
তথায় তোমার কায়া, নহ তুমি
একা সাথে
কৃষ্ণের মাথায় আছে এক অরূপ
লেখা
তাঁরে বিনা হয়না শান্ত মোর
কত যে ব্যথা ৷
কদম তলায় বাজাব বাঁশি সূরে
সূরে
যদি পাই তাঁর কখনও দেখা !
কে বা আমি নাহি জানি তবে তোঁমায়
জানি ৷
কৃষ্ণচূড়া গাছে লাল রঙিন ফুল
দেখে মন যায় ভরে
কৃষ্ণের মাথার চূড়ায় লেখা
বাংলার চন্দ্রবিন্দু
তাঁরে মাথায় লয়ে সদা সাজে
কৃষ্ণচূড়া রক্ত রঙিন আভা
তুমি চিনলে না তারে তোমায় নিয়ে মনের বাসনা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন