বুধবার, ২৬ জুন, ২০১৩

পিতা কালাম’ জন্ম কালো (২৮)

পিতা কালাম’ জন্ম কালো (২)
আবুলকালামআজাদবাসু


বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
দুরু দুরু প্রাণ যখনি শুনি এ গান,
সহসা কেন গৈবী গমন অনুবন্ধে,
পরোয়া যদি না হয় গৌরবান্বিতের,
এনু তত্ত্বজ্ঞানে রাখি প্রত্যুদাহরণ ৷
তোমার শোণিত মোক্ষণে হয় শোধন,
মোর এ জীবন দীর্ঘায়ু, বিশ্ববিধাতা ৷
প্রতিশ্রুতিতে নই কি বদ্ধ পরিকর ?
আমি সে-ই একাশ্রিত ঘরে মুগ্ধ রই,
আল্লাহর মসি তীর চলে যথা যেথা
কে করে বারণ? তা কৃষ্ণের আবরণ ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন