বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩

কোন কারিগর বানাইছে ঘুড়ি

কোন কারিগর বানাইছে ঘুড়ি
আবুলকালামআজাদবাসু

কোন কারিগর বানাইলে ঘুড়ি
চতুষ্কোণে বক্র রেখা বাঁশের ত্রিকোণ-
মধ্যখানে সরলরেখা বাঁশের খুঁটি
তুমি কোন মিস্ত্রি বানাইলে ঘুড়ি ৷
আকাশে উড়ায় রঙ বে-রঙের ঘুড়ি
দেখে মানুষের মন নাচে উরু উরু,
দুরুদুরু মন খিল খিলিয়ে হাসে ৷
মাষ্টার বলেছে ঘুড়ি আঁকতে
পরীক্ষা পাস করতে ছাত্রছাত্রী
তারা নিয়ে গেছে আস্তা ঘুড়ি আর পানের খিলি ৷
ড্রইং এ ব্যবসা জম-জমাট
মাষ্টার মশাই এবার কপালে দিয়েছে হাত;
সাথে গিয়েছে মাতাপিতা মাষ্টারকে খাওয়াবে খিচুড়ি ৷
কোন কারিগর রানইলে ঘুড়ি ৷
চতুষ্কোণে বক্র রেখা বাঁশের ত্রিকোণ-
মধ্যখানে সরলরেখা বাঁশের খুঁটি
তুমি কোন মিস্ত্রি বানাইলে ঘুড়ি ৷
মাতাপিতার চার সন্তান
সবাই নিয়ে গেছে নানান খোশ-খেলনা খেল-ঘুন্টি ৷
তারা পপি, নিশি, সুমা ও তিসি ৷
পপি বানাইছে সুস্বাদু খাবার
মাষ্টারের পছন্দসই তাও আবার
দীর্ঘ-কেশী নিশির পুতুল
সুমার আছে কারিগরি ঘুড়ি,
তিশির শ্রম দিয়ে বানানো মোমবাতি ৷
মাষ্টার মশাই এবার খাবে খিচুড়ি,
পরে দেখা যাবে তিনি কি চান,
পরীক্ষা পাশে কে বা পাবে ভাল নাম্বার?
মাষ্টারের পছন্দ কারিগরি ঘুড়ি ৷
পপি খিচুরি তালা হাতে দিয়ে পাঠাল সুমার ঘুড়ি
কোন কারিগর বানাইলে ঘুড়ি
চতুষ্কোণে বক্র রেখা বাঁশের ত্রিকোণ-
মধ্যখানে সরলরেখা বাঁশের খুঁটি
তুমি কোন মিস্ত্রি বানাইলে ঘুড়ি ৷
মাষ্টার খায় কেবল খিচুরি, আর দেখে
নেড়ে চেড়ে এ কি রকম ঘুড়ি
কোন মিস্ত্রি বানাইলে তারে
মন যে উরুউরু দুরুদুরু ৷
অন্য তারা পেছনে রয়েছে পাখনা খোল-
পেছনের রাস্তা অন্ধকার করে,
মাতার এসেছে ঘুম সদা ইহাই তাহার অভ্যাস,
তার গলার ঘণ্টা ঘুড়ি নিয়ে গেছে তথায়
মাষ্টার দেখে তা নিয়ে করে নাচানাচি ৷
ডাইনিং টেবিলে চলছে এই হুড়াহুড়ি
পিতা নন তবুও বসে আছে সুমা আসবে ফিরি,
মাষ্টারের নেই সনয় অন্যের খেলনা দেখার
তাড়াহুড়া করে অন্যের খেলনা ভরল ঝুড়ি ৷
পিতা নন তবুও এসে বলল সুমা তুমি আর যেও না,
সবার পীড়াপীড়ি মাষ্টার গেছে অন্য রুমে
হতাশ হয়ে গেছে পিতার তাণ্ডবে,
কেহ কেহ বলল সে কে তোমার!
উত্তরে বলল সে-ই অনেক বড় আমার জন্যে
বোনেরা করল পীড়াপীড়ি
অগত্যা বাড়াল পা সেই রুমে
ছুঁই ছুঁই বোনেরা দিল টান
আজও পিতা হয়নি এমন সে দিল বাধন বান ৷
দাঁড়াও যেও না আর,
এটাই বাধা হয়ে দাঁড়াল
যা করেছে সত্যি সেটা প্রশংসার যোগ্য
সে ফিরল আপন জায়গায় শুনে তান,
বলল এবার পিতা নন যিনি,
যাও, মাতার সাথে কর আলাপন
নিজ সত্তা এসে দেখে খুশী মনে
ঘুড়ি হাতে বসে আছে তার সখী
আপন মায়ের সনে গল্প গুজবে ৷
কোন কারিগর বানাইছে ঘুড়ি
চতুষ্কোণে বক্র রেখা বাঁশের ত্রিকোণ-ই
মধ্যখানে সরলরেখা বাঁশের খুঁটি
তুমি কোন মিস্ত্রি বানাইছ ঘুড়ি ৷
নতুন ফন্দি লোভ লালসায়
যদি আটকানো যায় আকাশে উড়াবে ঘুড়ি ৷
চতুষ্কোণে বক্র রেখা বাঁশের ত্রিকোণ-ই
মধ্যখানে সরলরেখা বাঁশের খুঁটি
তুনি কোন মিস্ত্রি বানাইলে ঘুড়ি ৷
অন্যটি সুমা নিজেই করেছে কৌশল
সরাতে মন বুঝে পরিস্থিতি,
সত্য প্রকাশিতে গাফলতি কুমতলবে ভরা
আবার যেন তা ফিরে পায় ৷
তার কথায় সদা যদি করে কর্ণপাত
অচিরে হারাবে হিতাহিত ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন