মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

পৃথিবীর একদিন (১)



পৃথিবীর একদিন (১)
Akazadbasu
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )
পূর্ণ অন্ধকার
আলোর একমাত্র প্রেয়সী,
না আঁধার এখনও যায় নি
কালোমূখী লক্ষ্মী,
তোমাতে দেখা যায় চন্দ্রমূখী ফুলের অসংখ্য তোরা,
ডাক শুনা যায় পাখীর আর পোকা মাকড়ের ৷
ঈষৎ আলো চন্দ্রমূখী স্নেহমাখা মূখ অপেক্ষা তার ,
কত না সুন্দরী তবুও তাদের ভালবাসার পাত্র কিনা!
তবুও সীমাহীন ভালবাসা,
তা বুঝা যায় কেবল অন্ধকার রাত্রে শুনা শব্দে?
তবুও অনেকে বিভোর ভালবেসে নাক ডাকে,
ঘুমে গভীর প্রেমে বিমূঢ
আজ তার আগমন  ভিন্নবেশে
এত আকর্ষণ মনোরম দৃশ্য,
ঘুমন্ত যারা প্রিয় তদের সে-ই
জাগ্রত হয়ে এক নজর  সুন্দরীকে দেখার স্পৃহা নেই ৷
তার চেয়ে আরও বেশী আরাম নরম বিছানা!
ওহে পারি না তোমায় বলতে তার আজকের নতুন সাঁজ,
ঝিকিমিকি চকচকে কাপড় পরিধানে,
বিশুদ্ধ বায়ুর আনাগোনা ৷
তার সৌন্দর্য উপভোগ করার মত
নাই বৃষ্টি স্নিগ্ধ কোমল ঠাণ্ডা হাওয়া,
এ মনোরম দৃশ্য দেখার জন্যে যতই ডাকে
তার সৌন্দর্য দেখিবার তরে,
সর্বস্তরে মানুষ জাগ্রত হয়ে তৈরী হচ্ছে ভিন্ন পোষাকে
সত্যিই কি তারা তাকে ভালবাসে?
না কি প্রভাত থেকে তাদের কিছু নেওয়ার আছে?
ঐ সময় সে তাকে উজাড় করে বিলিয়ে দেয়,
তার উদারতা সৌন্দর্য আশ্চার্যের কিছুর যেন কমতি নেই ৷





শনিবার, ২৬ জুলাই, ২০১৪

আমার কথা দ্বিতীয় খণ্ড – (১০)



আমার কথা দ্বিতীয় খণ্ড – (১০)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

               রূহ
রূহ বধূয়ার সাঁজে সাঁজিয়া হৃদয়
কোণে রহিছে লুকাইয়া দেখ ঘোমটা
খুলিয়া, হে মানব!তোমার হিয়া মাঝে
আছে যে লুকাইয়া, বধূ সাঁজে সাঁজিয়া ৷
যদি নাহি পাও দেখিতে তারে, কল্পনা
কোথা হতে আসে!রয়েছে সে বধূসাঁজে
সাঁজিয়া, তোমারই হৃদয়ের গভীরে ৷
তারে লয়ে বিলাওরে প্রেম ভালবাসা
মানবের তরে, ওগো মানব কল্যাণে
রূহ মোর পতি, রূহ মোর পথ সাথী
রূহ বিনা নাহি সঙ্গতি, নাহি নিস্কৃতি,
বধূয়ার সাঁজে সাঁজিয়া রইছে মন
কোণে, পূর্ব আলো রূপে অরূপ দীপ্তি ৷
দেখ, ঘোমটা খোলে তারে বধূর সাঁজে
রইছে লুকাইয়া তোমারি হিয়া মাঝে ৷ 
রূহকে ঘরের বধুর সাথে তুলনা করা হয়েছে, সময়ে সে ঘোমটা পরিধান করে চলে যায় আবার আসে৷ তাতে মানুষের কোন ক্ষতি হয় না ৷ কারণ অন্যান্য জীব এ রূহ ছাড়াই বাঁচতে পারে ৷ সুতরাং সৃষ্টি জগতে সে স্বাধীন সত্তা, একমাত্র আল্লাহর মূখাপেক্ষী ৷বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে তার মানে শুদ্ধ নফস দ্বারা তাকে উপলব্ধি করাই একমাত্র পথ ৷মানুষ যদি অন্য জীবের মত হতো তার মাঝে কল্পনা কোথা হতে সৃষ্টি হয় ? অনেকেই আত্মাকে বিশ্বাস করে না ৷ তাদের জন্য রূহ আবার কি?হৃদয়ের গভীরে যেচিন্তা নিজকে মুক্ত করার জন্যে উহাই বা কি? কেনই বা আত্মশুদ্ধি? আবার প্রত্যেক ধর্মে আত্মাকে স্বীকার করেছে ভিন্নরূপে ৷প্রেম ভালবাসা কোথা হতে আসে? ধ্যান মগ্ন হয়ে প্রেম ভালবাসা মাবের তরে বিলিয়ে, নীতি বাক্য প্রচার করাই কি ধর্ম ? মানুষের হৃদয়ে কে এই অনুপ্রেরণা যোগায়? যদি বলেন প্রকৃতি, তাহলে বলুন যে প্রকৃতিরও শক্তি আছে ৷অথচ আল্লাহ প্রকৃতি এসব উপাদান সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের নিমিত্তে ৷ একথা আগে চিন্তা করতে হবে যে , প্রকৃতির এমন কি বস্তু বর্তমান, যার কোন ধর্ম নেই ? কে এই সব তৈরী করল? প্রথমে রূহকে বুঝার চেষ্টা করুন এবং বিশ্বনিয়ন্তা একজন নিশ্চয়ই আছেন তা মনে রাখুন ৷এ ব্যাপারে পরবর্তী অধ্যায়ে আলোচনা করার আশা রাখি ইন্-শাহআল্লাহ ৷      

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

পিতা কালাম’ জন্ম কালো (৩৩)



পিতা কালাম’ জন্ম কালো (৩৩)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
Ticket # 72255 Scribed.com via Yahoo!
Ip 119.30.39.55 Isp Grameenphone Ltd )

গর্ব নাহি মোর কবিতার ছন্দে ছন্দে
বাধ্য হয়ে তিক্ততায় করি এ বর্ণন,
মানবের কল্যাণে করি উপস্থাপন
মোর ইতি কথা তাতে নাহি যে দেবতা ৷

আহমদ নামের বদৌলে যদি হয় ,
প্রতিশ্রুত ব্যক্তি আহমদ  ঈসা মসি;
তবে মরুতে ছিল আরও সাতজন
তারাও যে হতে পারত বিশস্ত জন ৷

কেন ভবলোকে কৃষ্ণ মোর বাল্যনাম?
জানি কৃষ্ণ বাসু শত লক্ষ ধরণীতে
বিদ্যমান, কি তাতে এমন নুতনত্ব
বিশ্ববাসীর তরে যা হয়েছে সম্পাদ্য ৷

যে-ই হাসে লে-ই কাঁদে ভবের খেলায়,
হাসি আর কান্না মিল মিশে ভবলীলা;
নিদর্শনে যদি নাহি থাকিত দর্শন,
সে দর্শনের কি বা মূল্য থাকত তবে?






শনিবার, ১২ জুলাই, ২০১৪

শয়তানের ডায়েরী নয় তবে (১১)



শয়তানের ডায়েরী নয়  তবে (১১)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
“আউযু বিল্লাহি মিনাশ শাইভোয়ানির রাজীম “৷ ‘অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি ৷’
সত্য কি? শয়তানের ডায়েরী লিখতে শয়তান হতে হয় একথা ঠিক নয় বরং কারণ থেকেও কারণ লেখা যায় ৷ খারাপ কাজের পুরষ্কার চাইলে একহাতে টাকা অন্য হাতে কম্বল দিয়ে বলবে যা এবার পথে পথে ঘুরে খাও ৷ সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না ৷ ছোট বেলায় একটা রোগ মাথায় ঢুকুছে যে দৈত্যরাজ রাখালদের গরুর পালে সবার আগের বড় গরুর শিং এ বসে থাকে ৷ তা নিতে হয় কলসী ভেঙে তার মূখের ভিতর দিয়ে তাকালে তাজ দেখা যায় ৷ জানা শুধু জানাই রয়ে গেল ৷ তাজের মাথায় তাজ আছে সে তাজই যখন বুঝে না তবে আর বুঝবে কে ? শয়তান তা বুঝতে দেয় না ৷ এমন এক গল্প ইহা সম্রাট শাহজাহানের মাথায়ও একদিন তাজ ছিল ৷ যার বদৌলতে সম্রাট হয়ে প্রেমের নিদর্শন রাখতে গিয়ে বিশ বছরে বিশ হজার লোক শ্রম দিয়ে সৃষ্টি করল একটি তাজ ৷ সাম্রাজ্য তৈরি করে বেমালুম ভুলে গেল রাজ্যের অধিবাসীর কথা ৷ এমন কি তাদের সামান্য ফরিয়াদও কর্ণপাত করে না এদিকে রাজকোষ খালি ৷ হাহাকার অবস্থা ৷ তাজ তো তাজের জায়গায় রইল পুত্র ধন রাজ্য শাসন করতে লাগল ৷ তাজের অধিকারী হয়েও শয়তানের বুদ্ধিতে সেই তাজের ক্ষমতা কাজে লাগাতে পারে নি ৷ মানুষেরও এমন এক সময় আসে বুদ্ধি থাকলেও নির্বোধ হতে হয় নতুবা রাস্তায় ঘুরে ঘুরে খেতে হয় ৷ আর শাহজাহানকে ঐ রুমে বসিয়ে দিল যাতে তাজমহল বা মমতাজের স্মৃতি মনে পড়ে ৷ তার দু মেয়ে ছিল একজন তো জাহানারা আর অন্য জনের কথা খুব একটা প্রচলিত নয় ৷ শয়তানের ডায়েরী নয় তবে তো পাঠ করতে হয় এইরূপ:
“ইয়া হাকিমু” হে মহাজ্ঞানী ৷ এই নাম মধ্য রাত্র পড়িলে আল্লাহ তায়ালা  গোপনীয় বিষয় অপ্রকাশ্য রাখিবেন এবং এলেম বূদ্ধি করিয়া দিবেন ৷”


বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

আমার কথা প্রথম খণ্ড (৩৮)



আমার কথা   প্রথম খণ্ড (৩৮)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

“তোমরা আমার এই জামাটা লইয়া যাও এবং ইহা আমার পিতার মূখমণ্ডলের উপর রাখিও; তিনি দৃষ্টি শক্তি ফিরিয়া পাইবেন ৷ আর তোমাদিগের পরিবারের সকলকে আমার নিকট লইয়া আসিও ৷” ১২ (৯৩) কোরআন ৷
এই আয়াতের অর্থ ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলিয়া মনে হয় না ৷ যারা বাইবেল পাঠ করেছেন তারা নিশ্চয় নবী ইউসুফের ঘটনা জানেন ৷ আমাদের এমন অতি ভক্তি যে কোন নবীর দেখা মাত্র উহা ৷এমন এক জায়গায় বসায়ে নানান ব্যাখ্যা প্রদান ৷ সব নবীই আপন বৈশিষ্ট নিয়ে দুনিয়ায় এসেছেন ৷ বেশী কিছু লিখে আমি অপব্যাখ্যা করতে চাই না ৷ তবে কিছু নমুনা দেখলে পুরান স্মৃতির কথা মনে পড়ে এটিই আমার বলার ছিল ৷
“হে মুসলিম জাতি! তোমরা অনেক দলে বিভক্ত হয়ে পড়েছ ৷ আজ বিশ্বপ্রকৃতি তোমাদের দ্বার প্রান্তে উপস্থিত হয়ে আকুল আবেদন জানাচ্ছে যে, তোমরা অবলোকন কর, এ সব দৃষ্টান্ত যা তোমাদের কাছে আনয়ন করা হয়েছে ৷ নিশ্চয় তোমরা পূর্ববৎ একত্রিত হবে ৷ আজ তোমরা সকলে এ প্রকৃতির আহ্বানে সাড়া দাও, সত্য উপলব্ধি কর, তোমাদের মৃত্যু নেই ৷
‘সত্য প্রত্যাখ্যানকারীদের কাছে “মহাবিজ্ঞান” কম্পিউটার যুগে বিজ্ঞান সম্মত উপায়ে প্রতীক্ষিত ব্যক্তির আবির্ভাব কি উপেক্ষিত? হাদিছে বর্ণিত যে, ফজরের সময় তাঁর আবির্ভাব ঘটবে, এবং অন্য এক হাদিছে বর্ণিত যে ‘আছরের’ সময় ৷ এখানে লম্বা কিছু বলে বুঝাতে চেষ্টা করব না তবে একই ব্যক্তি দুসময়ে কি করে আসে? দুটো সময়ই প্রযোজ্য যদি প্রকৃতির নিয়মে আসতে হয় ৷ তার অর্থ মানুষ তাঁর আগমন বার্তা শুনতে পাবে ৷ (পূর্বাভাস) ৷’
‘বিশুদ্ধ চিত্ত ব্যক্তি বর্গ কখনও মহামানবের হাদিছ উপেক্ষা করে না, না তারা কখনও এসব বাক্যকে অবমাননা করে ৷’
“হে মুমিন গণ! তোমরা আল্লাহকে ষথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোন অবস্থায় মরিও না ৷” ৩ (১০২) কোরআন ৷
আল্লাহর কাছে আতমসমর্পণ করা ব্যতীত কাকও মরতে আল্লাহ নিষেধ করেছেন ৷ আল্লাহর ইচ্ছা মানুষের ঐকান্তিক স্পৃহা তা আল্লাহরঅভিলাষ বলে ধরা যায় না ৷ নফসকে একমাত্র মৃত্যু বরণ করতে হবেই ৷ উহাকে কেউ ঠেকাতে পারবে না ৷ তারপর নতুন জীবন রয়েছে ৷ তাতেও সংগ্রাম থাকবে ৷ তাই সব ধর্মাবলম্বীগণকে আহ্বান করা হচ্ছে, তারা যেন সৎপথে ফিরে আসে ৷ একদল বিভিন্ন মাধ্যম ব্যবহারান্তে, অনেক চেষ্টার মাঝেও খোঁজে পাচ্ছে না তাদের সেই প্রতীক্ষিত ব্যক্তিকে , কারণ যেথায় থাকে সন্ধান করা হচ্ছে , তিনিতো তথায় নেই ৷ তারা তাদের মিশনারীর মাধ্যমে খুঁজে রত আছেন বটে ৷ শেষ পর্যন্ত এমন না হয় যে খেজুর গাছের তলায় থেকেও তারা তা উপলব্ধি করতে হয়তো সক্ষম হবে না ৷ যেমন পারেনি সেকালের একদল ইহুদি ৷

রবিবার, ৬ জুলাই, ২০১৪

কুহকিনীর ডঙ্কা (১০)



কুহকিনীর ডঙ্কা (১০)
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124

মানুষ ভাল লেখকের কথা, উপন্যাস ইত্যাদি পড়ে ৷ ইহাতে আনন্দের সাথে শিখার বিষয় বস্তু থাকে ৷ আর কুহকিনীর ডঙ্কা নামক গল্পটি উপন্যাস ও নয় বরং মনবেদনা থেকে উৎপন্ন বেশ কয়েকটি স্মৃতি যা নিজেকে আলোড়িত করেছে ৷ ইহা অবশ্যই এক ডাইনীরূপী মানুষ কি ভিন্ন জাতি জানি না তবে মানুষ রূপ কল্পনা করা হয়েছে ৷ ডাইনীরূপী কোন জাত থাকলে অতি সাবধানে পুরুষদের চলতে হয় ৷ তারা এমন এক জাত নিজ পুত্রসন্তানও বলি দিতে পারে ৷ প্রয়োজনে আপনাকেই পাগলা গরদে রাখতে পারে ৷ তারা পারে না কি? তাদের গোপন তথ্য কখনও তাদের কাছে সরাসরি বলতে নেই ৷তার ফল হয় উল্টো ৷
মানুষ দুয়ের সংমিশ্রণের ফল বিশেষ ৷ ভালটাই মানুষের গুণ ৷ ডাইনীর ছেলে মেয়ে রাক্ষস না হলেও তাদের গুণে গুণান্বিত ৷ এমনই বিশেষ ডাইনী নয় তবে কম কিছু ভাববার উপায় নেই ৷ তার কঠিন মায়াজাল থেকে বের হওয়া কঠিন ব্যাপার ৷ ‘ও মা আমি চা নিয়ে আসি’ আর উল্লেখ না করে মানুষ মানুষই হোক এ আশা নিয়ে অনেক পথ অতিক্রম করে শেষ পথেও যাত্রা শেষ হয়নি ৷
তবে একবার জীবিত ডাইনীর গর্ভ হতে বের হতে পারলেই ‘রক্ষা কবছ’ বলা যায়  ৷ রক্ষা কবছে ও ভাল ও মন্দ আছে যা সাধারণ এর কাছে থাকে ৷ যতক্ষণ ডাইনীর সাহচর্যে থাকবে ততক্ষণ তার বৈচিত্রময় কর্ম বিবেক বাধা দিলেও ডাইনীর আশা ছোঁয়া সেইগুলি অপকর্ম বলা যায় না ৷
এতটুকু পথ অতিক্রম করে বিবেক বুঝে শিখে সে অন্যায় কাজ করছে ৷ রক্ষা কবছ এমন এক কবছ যা ডাইনীর হাত থেকে মানুষকে রক্ষা করে ৷ নিজেকে রক্ষা করতে পারলেই জীবনের সাফল্য অর্জন করা যায় ৷
মনে রাখতে হবে পুরুষের চেয়ে বেশীরভাগ ক্ষেত্রে মেয়েদের তড়িৎ বুদ্ধি প্রখর ৷

মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

লেখা আগায় না



লেখা আগায় না
আবুলকালামআজাদবাসু
(CE0682 HUAWEI  Mobile Model E1550,
ID 558124 Support microsft.Com/ kb/ 558124
লিখতে বসে লিখা আগায় না,
মন বলে, ‘কিছুই লিখার জন্য খোঁজে পাই না’ ৷
মনের আশাই গান গায় না,
হৃদয় কিভাবে জানাবে তার দুর্দশা!
মনজ্বালা বুঝিবে না কেউ,
এই কি মনের ঐ বক্র বেদনা ?
যদি পারতাম একেবারে না লিখতে,
চায়ের ষ্টলে বসে আছি হঠাৎ দেখি!
নম্র গলার সূর অঙ্গ ভঙ্গি উপভোগ করি
এ তুমি কি ! আসল জানি না তবে হৃদয় ৷
দেখেছি যে তার চোখের পলক পড়া,
সে মধুর আনন্দময় ফিস ফিস সুর ৷
মৃতপ্রায় হৃদয় হঠাৎ উঠে জেগে,
চা পান করি উপভোগ
হাসিমনে যাই চলে দূরে ৷