শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

১৬ই ডিসম্বরে বিজয় নিশান



 ১৬ই ডিসম্বরে বিজয় নিশান
 আবুলকালামআজজাদবাসু

হে বাংলা মায়ের কোলের সন্তান   
তোমরা পরস্পর সবাই মানব আখ্যান ৷
ঐ সেদিন এক হাঁড়ির রান্না করেছ ভক্ষন ;
ইতিহাস ভুলে আজ তোমরা হয়েছ নন্দন ৷
মানব ভেদাভেদে কেউ যে খৃষ্টান,
কেউ হিন্দু কেউ যে মুসলমান ৷
মায়ের কোল মাতৃস্নেহ প্রবন
নিরাশ কাউকে করে না জ্বলে প্রাণ ৷
তোমরা সবাই এই মাটির সন্তান ৷
দ্বন্দ্ব কলহে কর না মাকে অপমান,
কোল করে খালি কর না মোরে নিঃসন্তান ৷
যতই কর বড়াই তিনি একক মহান,
যেইই করেছে বিশ্বাস, মাটি আমি প্রমাণ 
নেই তার শেষ, ভুলো না সেও তোমার আপন,
হাজার বছর পরে হলেও মা দিবে না বিসর্জন,
তার কোলে গড়া নিজ সন্ততি পুত্র সন্তান ৷
করতে পারে তারা ভিন্ন পথ সন্ধান,
তাতে তুমি হয়ে মহৎ  দেখাও সমীক্ষণ ৷ 
যতই করিবে রব হাম হাম হাম,
ততই দেখিবে মায়ের অশেষ যাতন ৷ 
বল কোমল সুরে তোম তোম তোম,
শীতল কর যত বুলি শক্ত আখ্যান ৷
কেউ হিন্দু কেউ যে মুসলমান,
ইতিহাস জানে মা, তোম আর হাম
আমরা সবাই মানব সন্তান ৷
নাহি তাদের ক্ষয়, নাহি আছে লয়,
পরস্পর হবে দেখা কামার করবে স্পন্দন ৷
সেদিন মাকে বুকে জড়ায়ে বলবে, ‘মা আমার’,
সত্য মা তুমি বলেছ আমরা বাংলা মায়ের সন্তান ৷
এক ঈশ্বর, এক আল্লাহ, এক ভগবান
করবো না দ্বন্দ্ব মিলে মিশে করব  দিনযাপন ৷
মা তুমি ঠিক বলেছ এক ঈশ্বর যিনি তিনি মহান,
ভুলের শাস্তি যত দাও, তবুও কর না পরখ
আমরা সবাই তোমার সন্ততি মানব সন্তান ৷
অন্যায় অবিচারে কেউ পাবে না পার,
তুমি হিন্দু , তুমি খৃষ্টান কি মুসলমান ৷
মহানের সৃষ্টি পৃথিবী, মায়ের জন্মদান,
কেউ যাবে না বিফলে কেবল শয়তান ৷
জন্মদাতা মা ও তার বুলি কে ভুলতে পারে!
শত বছর পর হলেও মা তাদের কোলে দিবে ঠাঁই ৷
তুমি কেন নিষ্ঠুর হয়ে তাদের করবে হনন!
যাদের মাতৃভুমি করে দিবে স্থান ৷
হিটলার দেখায় লক্ষ ইহুদি করে কতল,
পৃথিবী তারে দিয়েছে মানচিত্রে ঠাঁই ৷
তোম আওর হাম হ্যা কোন্ যদি লিখন
তাকে এ বাংলাদেশ তোমার আমার ৷
ধর্মে দিয়ে কভু গড়ে উঠে না স্বাধীন রাষ্ট্র,
তবে জর্ডান এবং ইরান একই রাষ্ট্র হত ৷
মতবিরোধ আর অপরাধ এক নয়
রাষ্ট্র সে কথায় বার বার কয় ৷ 
মতবিরোধ নিয়ে সহ অবস্থান,
মিলে মিশে গাইব  জয়গান
নিজের বর্ণমালাকে দিতে হবে,
সবার ঊর্ধ্বে স্থান,
মহান তাহাই করেছে  প্রমাণ ৷
ভিন্ন ভিন্ন ভাষায় পবিত্র বিধান ৷
সবাই এক হয়ে গাও বাংলাদেশের জয়গান
একত্রে আজি উড়াও পতাকা বিজয় নিশান ৷







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন