ভবিতব্য
আবুলকালামআজাদবাসু
মানুষ আর জ্বিন দৃশ্য আর অদৃশ্য
মানুষ অসহায় গায় গান খাজা
বাবা
কেন যে মানুষে মানুষে এত পরখ
তাঁরা সাধক শয়তানকে করেছে
পরাজয় ৷
আমার রক্ত করেছি সম্প্রদান
খাজার তরে
মোহছেন আউলিয়া বাস করে বাংলাদেশে
৷
শয়তান বলে আমিও বিশারদ ভাবি
তাইতো সবাই আমারে করে জয় ৷
এ বাণী ঠেকাবে খাপ ছাড়া বুলি
আসলে কবি যিনি লিখেন ভবিতব্য
সত্য মিথ্যা বিজড়িত কতক নিষেধ
আবার আমার কিছু সূর এমনি ভাবসূচক
৷
কবিতার নাই কিচ্ছা মন মাথানো
মর্মান্তিক
জ্ঞান পরিধির বৃত্ত তাতে ঘোরে
নিত্য ৷
মহান যদি হয় সহায় বৃত্তের
আকার বাড়ায়
শয়তান তখন দূর দূরে পালায় ৷
মানুষ আর জ্বিন দৃশ্য আর অদৃশ্য
মানুষ অসহায় গায় গান খাজা
বাবা
কেন যে মানুষে মানুষে এত পরখ
তাঁরা সাধক শয়তানকে করেছে
পরাজয় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন