সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

নাহি বাঁধ



           নাহি বাঁধ
আবুলকালামআজাদবাসু

আমি রূহের গান গাইয়ে সাম্য মৈত্রী
বন্ধনে করি আবদ্ধ বৈমাত্রেয় ভাই
বোনদের, তোমরাও মিলে মিশে গাও
এ গান, তবে হিংসা বিদ্বেষ হবে দূর ৷
রূহই একমাত্র সৎপথের পথিক
তোমা আমা মাঝে নাহি আছে বাঁধ ৷
মানুষ যে কেবল নহে যে দোযখের
ইন্ধন, একদিন সত্যিই তরাবে সে,
যখন দেখিবে তুমি রয়েছ বিপদে,
গাও সাম্য মৈত্রীর গান, কর আবাদ,
মানুষে মানুষে নাহি আছে ভেদাভেদ ৷
রূহের দিক দিয়ে ভাব আমরা সব
এক সমান কি হিন্দু কি মুসলমান!
ধরণীতে ঈসা বুদ্ধ গাহিছে এ গান ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন