মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

খুব সুখী কি



খুব সুখী কি
আবুলকালামআজাদবাসু
তুমি কি অতি সানন্দে
তাহলে তুমি আল্লাহর নিকটতম বন্ধনে ৷
তিনিই তোমাকে করেছে ঝঞ্জাট মুক্ত,
কারণ তুমি তাঁর আলোতে আবদ্ধ ৷
তুমি কঠিন বেদনায় সিক্ত
জীবনের মর্মস্পর্শী হেতু সংঘটিত,
না, তিনি তোমায় করেছে পরীক্ষণ ৷
তুমি তো তাঁহার সাথেই আবদ্ধ;
হঠাৎ চকমকি তোমার সান্নিধ্যে
তুমি নিশ্চয় পেয়েছ তাঁর শক্তি ৷
ইচ্ছা দান সবই তাঁর প্রদত্ত,
তুমি কি অতি সানন্দে
আছ তুমি তাঁর বন্ধনে ৷
দূর কারও জন্যে ভাব তারুণ্য,
তুমি নহ কিন্ত কেহ একজনা
তোমার সমস্ত মনদিল আবৃত
স্মরণ করায় তোমার সেই শক্তি,
সে অপর কেহ নয় অসীম দয়া;
আংশিক আল্লাহর শ্বাস বাণী ৷
আনন্দ আহলাদ সাথে ভাব
লীলা কর আপন দেখ৷
অনুভব কর আনন্দ  নিজকে গড়,
সুস্থ  সতেজ সবল সম্পদশালী,
ভাব আল্লাহ আছে তোমায় ঘিরে ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন