সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

বর্ণমালায় পরিচয়



      বর্ণমালায় পরিচয়
     আবুলকালামআজাদবাসু

সব ভাষাই আপন আপন মাতৃভাষা
আপন মায়ের বুলি ভাষায় আশা
বিশ্বে নিজ ভাষায় প্রকাশ ইচ্ছায়
রচিত মন কল্প বাড়ায় ভাষার
ইতিকথা তেমনি বাংলার বর্ণমালা ৷
লিখন আমার শূণ্য বর্ণ আমার কর্ণ
বিশ্বে বর্মালার ‘ব’ না হলে লেখা অপূর্ণ ৷
হাজারও ইতি কথা বর্ণিত ভরসা
এ লেখায় করিব সম্পুর্ণ ৷
হষতো একদা ছিল মহানের
বাণী তাঁর কথা না হয় হবে কেন
মানব জাতির বর্ণমালা ‘স’
বারে বারে করি প্রচার সেই কথা ৷
বাংলার বর্ণমালা আমার ভাষা
এই ভাষাতেই আমার সব আশা ৷
ইংরেজিতে করি প্রচার প্রসার
বাৎলাকে করি ধন্য
যদিও আমি অতি এক নগন্য ৷
নিজেরে করিব ভিন্ন ভিন্ন ভাষায় সিদ্ধ
প্রচার প্রসারে বাংলাকে করব প্রসিদ্ধ ৷
ভালবাসিব সবাইকে নিজকে নিয়ে বুকে,
আমার কাছে কেউ নহে গো পর ৷
রচনা রচি কবিতা লিখি ভাবি বিশ্ব
বিশ্ব জুড়ে সব কিছু মহাকাব্যের ছায়াতলে
মহানের বাণী স্ব স্ব বর্ণমালায় বানাব তরী,
সেই তরী যোগে দিব মহাসমুদ্র পাড়ি ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন