শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

দেখা দাও না



দেখা দাও না
আবুলকালামআজাদবাসু

একতারার দুতারার সুরের তালে
গহীন অরণ্য ওগো যেও না মূর্ছনা;
সুরের ঝঙ্কারে জেগে উঠ মন মনা,
তালে তালে নাচরে মন দেহের মাঝে ৷
বাজাও ঢুকঢুকি বাজাও ঢোল;
ঢোলকের ঢুকঢুকি মুরালির সূরে
মন নাচে দোলে দোলে সূর মূর্ছনায়
একতারা দুতারা আর বাজাইও না
অমন সূরে; বীণার সুরে মন রাখা
যায় না  মাটির ঘরে; কে গো তুমি দেহ
মন যে নিলে কেড়ে বাদ্য সূর ঝঙ্কারে?
তুমি দেখা দাও না মোরে বিভোর ঘুমে ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন