সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

কোন সাড়া শব্দ নেই



কোন সাড়া শব্দ নেই
আবুলকালামআজাদবাসু

যেথায় কোন সাড়া শব্দ নেই কিন্তু
আমরা শুনি না তাহা তবে,
তথায় আছে কি তা জব্দ
মনন হয়েছে কল্প উদ্ভট ৷
যেথায় মানুষ শুনে পিঁপড়া গণনায়
ভাবি মনে কল্পনা তা সত্যি কিনা?
সর্ব রয়েছে শব্দ নাম সংঘটন,
কেহ ভাবে কাল্পনিক কেউ দার্শনিক
সবাই পায় তৃপ্তি বর্তমান ৷
মুভি দেখিলাম শুনিলাম
শব্দের পুনঃ পৌনিক সংঘটন
আছে জেনেছি বুঝিলাম না ৷
নীরব নিস্তব্ধ মনন মানসিক
কিসের শব্দ বিবেকের দ্বন্দ্ব
তোমার মাঝে তুমি শব্দ লব্ধ ৷
মৃতকে করে জিন্দা মানুষের স্কন্ধ ৷
তবেই ফিরে পায় নাভী প্রাণশক্তি
ছিলেম একা দেখে প্রেমপ্রীতি
দুজনে মিশে গেছি প্রকৃতির লীলায় ৷
সন্ধ্যাবেলায় মাকে দিবে বিসর্জন
প্রভাতে সে আসিবে ফিরে সেই অল্পক্ষণ ৷
নাভীকে স্কন্দ দ্বারা সতেজ করণ
সাবলীল পদ্ধতিতে মরে নাভী
পদ্ম যদি নাই ফুটে শব্দ নাই,
তেমনি একদিন আমিও ছিলাম না ৷
শব্দ নাই বল না তবে শুনিলাম না;
তোমারে করেছে দান এই পৃথিবী
কর্ম করণে শব্দ বাতাসে মিলায়
খোঁজে দেখ নাইয়ে শব্দের এলান,
কোথায় কি কোথায় সেই স্থান ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন