আত্মই আত্মা
আবুলকালামআজাদবাসু
আত্মই আত্মা তুমি এক কায়া
বিশ্বাসে মিলে সুফল নহে বিপরীত
ধরন ৷
ত্রি শব্দের কি বা বিবরণ ৷
আত্মার নেই মরন কিন্তু মরনশীল
বিশ্বাসে হও অমর দীর্ঘায়ু
এপার ওপার
আত্মা নহে কেহ বরং তুমি নিজ
বিচার দিবসের যাত্রী যদি হও
অনুগামী মহানের তিনি একক একাকিনী
তমিই হবে তাঁর সঙ্গী সঙ্গীনি
৷
সে দিবসে রূহ নহে তোমার সাথী
যদি তুমি হও ভিন্ন পথের দিশারী
৷
রূহ হয় না ছোট বড়, কেবল জীবন
হয়,
এক শক্তি রূহ শক্তিধরের দান
৷
ইহাতে হবে তোমার পরজীবনে কল্যাণ
৷
আত্মার কর্মফল তোমার সম্বল
জীবন নহে তত ক্ষুদ্র মরণে হবে পার
জীবন ফিরবে আবার মরণ নাই তার
বদলাবে
কেবল কায়া উহাই হবে সাজা ৷
আত্মই
আত্মা তুমি নিজ ধরন
পশুত্ব
যদি হয় তোমার লেবাজ
জীবন
তোমার হবে অধম
রূহ
যদি কর তোমার জীবনসঙ্গী
কেবল
তবেই বুঝবে মহান শক্তিধর ৷
তুমিই
আত্ম আত্মার বাহক ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন