বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

শয়তানের ডায়েরী নয় তবে (২)



শয়তানের ডায়েরী নয় তবে (২)
আবুলকালামআজাদবাসু

কি বলতে বলতে কোথায় যে গেলাম, কারণ শয়তান কে? তার কাছে যদি এত শক্তি না থাকে সে কি পারে কথা ভুলাইয়া ফেলতে! আমি বললাম ঐ ভদ্র লোকের মত পথ অনুসরন করছি তার একটা বিবরণ দেয়া ছাড়াই আমাকে (১) লেখা শেষ করতে হল ৷ তা’আউয নামক দোয়াটা মনে পড়ল তখন সে বুঝিয়া বলল আপনি থামুন ৷ যে লোকের কথা বর্ণনায় আনবেন তিনি রীতিমত একজন মৌলানা ৷ হাজারও বক্তৃতা তাঁহার টেপ বন্দী না হলেও বাতাস-বন্দী হয়ে আছে ৷ আর বুঝতেই পারছেন বাতাস ভাসমান যে কোন কিছু আমরা আঁচ করতে পারি ৷ একবার যখন বলছেন ঐ লোকের মত তখন আমার কথায় আপনি শেষ করবেন না ৷ তবে মনে রাখবেন আমি অনুমান করে কাজটা আগে ভাগে করায়ে থাকি সেদিকে আমি একজন সাহয্যকারী ৷
কথাটা বলবেন যখন বলেই ফেলুন ৷ তুমি শয়তান হলেও আমি তোমাকে জানি যে আমার  মতন  ভিন্ন এক জাতি ৷ এই কথাটা আমি সহজে কাকেও বুঝতে দিই না ৷ আমার নাম উল্লেখ করার আগে ফেরেস্তার সর্দার বলতে হতো সাধারণ  মানুষ  কি আর তা  বুঝত যে আমি ফেরেস্তা ছিলাম না    এখনও  যা বুঝে  আমিও ফেরেস্তাদের  মধ্যে একজন ছিলাম, আল্লাহর আদেশ অমান্য করে শয়তান উপাধি প্রাপ্ত  হয়েছি ৷ আমি  ইহাকে শাস্তি মূলক কিছু মনে করি না ৷  মৌলানা  সাহহেব  অতি কষ্টে দিন যাপন  করতে দেখে আমার কষ্ট হয়েছিল ৷  দেখলাম লোকটার গলা কথাবার্তা মনমুগ্ধকর,  ভাবলাম এই বয়সে যদি লেখাপড়া শেষ করাতে না পারি তাহলে ভবিষ্যতে আমার কাজের ব্যাঘাত ঘটতে  পারে ৷  আমার বিশাল রাজ্য প্রজা ও অন্যান্য মান্য গন্য ব্যক্তিদের কথা পরে বর্ণনা করবো ৷
আপনি আগে ঐ ভদ্র্ লোকের মত কেন ব্যাখ্যা করেন ৷ মাফ করবেন  আপনাকে ঐ ট্রেকে ফেলার দুঃসাহস আমার নাই কারণ প্রথমেই আপনি আমার  পুরান পরিচিত  মৌলনা নেছার সাহেবের নাম উল্লেখ করেছেন ৷ ভদ্র লোককে আমার দূত মারফত বললাম আর লেখাপড়ার  দরকার নাই ৷ মাদ্রাসায় কিছুকাল যাওয়া আসা করলেই সবাই
কিছু না কিছু হয় ৷ ইদানিং অবশ্য একটু কড়া নজরদারী চলছে  ৷ তুমি পাস না করলেও একজন মৌলানা  কারণ তোমার মাঝে সে গুণ আছে ৷ বাকী আমি দেখব ৷ দেখবে তোমার সংসার দিব্বি  ভাল চলছে ৷ এক কাজ কর কিছু সূরা , কিছু  রেওয়াত, কিছু কিছু ভাল কিচ্ছা লোমহর্ষক জাতীয় শিখে নাও ৷ সেইমতে সে অনেক কিছু মূখস্থ করে নিল৷
একদিন কোথাও ছোটখাট অনুষ্ঠানের সংবাদ পেয়ে শয়তানের লোক ছুটে গেল এবং অর্ধ পড়া লোকটিকে দাওয়াত করার অনুরোধ করল ৷ টাকা পয়সা তেমন  লাগবে না শুনে  মালিক রাজী হয়ে গেল ৷
ভাই আমিতো এক পৃষ্ঠার বেশী লিখি না কারণ  এতে পাঠক সমাজের সময়ের ব্যাপার আছে তো  ৷ তবে সত্য এটাই, ‘অসত্যকে দমন করে সত্যকে জয় করতে হয়’৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন