শয়তানের
ডায়েরী নয় তবে (২)
আবুলকালামআজাদবাসু
কি বলতে বলতে কোথায় যে গেলাম, কারণ শয়তান কে? তার কাছে
যদি এত শক্তি না থাকে সে কি পারে কথা ভুলাইয়া ফেলতে! আমি বললাম ঐ ভদ্র লোকের মত পথ
অনুসরন করছি তার একটা বিবরণ দেয়া ছাড়াই আমাকে (১) লেখা শেষ করতে হল ৷ তা’আউয নামক দোয়াটা
মনে পড়ল তখন সে বুঝিয়া বলল আপনি থামুন ৷ যে লোকের কথা বর্ণনায় আনবেন তিনি রীতিমত একজন
মৌলানা ৷ হাজারও বক্তৃতা তাঁহার টেপ বন্দী না হলেও বাতাস-বন্দী হয়ে আছে ৷ আর বুঝতেই
পারছেন বাতাস ভাসমান যে কোন কিছু আমরা আঁচ করতে পারি ৷ একবার যখন বলছেন ঐ লোকের মত
তখন আমার কথায় আপনি শেষ করবেন না ৷ তবে মনে রাখবেন আমি অনুমান করে কাজটা আগে ভাগে করায়ে
থাকি সেদিকে আমি একজন সাহয্যকারী ৷
কথাটা বলবেন যখন বলেই ফেলুন ৷ তুমি শয়তান হলেও আমি তোমাকে
জানি যে আমার মতন ভিন্ন এক জাতি ৷ এই কথাটা আমি সহজে কাকেও বুঝতে
দিই না ৷ আমার নাম উল্লেখ করার আগে ফেরেস্তার সর্দার বলতে হতো সাধারণ মানুষ কি
আর তা বুঝত যে আমি ফেরেস্তা ছিলাম না ৷ এখনও যা বুঝে
আমিও ফেরেস্তাদের মধ্যে একজন ছিলাম,
আল্লাহর আদেশ অমান্য করে শয়তান উপাধি প্রাপ্ত
হয়েছি ৷ আমি ইহাকে শাস্তি মূলক কিছু
মনে করি না ৷ মৌলানা সাহহেব
অতি কষ্টে দিন যাপন করতে দেখে আমার
কষ্ট হয়েছিল ৷ দেখলাম লোকটার গলা কথাবার্তা
মনমুগ্ধকর, ভাবলাম এই বয়সে যদি লেখাপড়া শেষ
করাতে না পারি তাহলে ভবিষ্যতে আমার কাজের ব্যাঘাত ঘটতে পারে ৷
আমার বিশাল রাজ্য প্রজা ও অন্যান্য মান্য গন্য ব্যক্তিদের কথা পরে বর্ণনা করবো
৷
আপনি আগে ঐ ভদ্র্ লোকের মত কেন ব্যাখ্যা করেন ৷ মাফ করবেন আপনাকে ঐ ট্রেকে ফেলার দুঃসাহস আমার নাই কারণ প্রথমেই
আপনি আমার পুরান পরিচিত মৌলনা নেছার সাহেবের নাম উল্লেখ করেছেন ৷ ভদ্র লোককে
আমার দূত মারফত বললাম আর লেখাপড়ার দরকার নাই
৷ মাদ্রাসায় কিছুকাল যাওয়া আসা করলেই সবাই
কিছু না কিছু হয় ৷ ইদানিং অবশ্য একটু কড়া নজরদারী চলছে ৷ তুমি পাস না করলেও একজন মৌলানা কারণ তোমার মাঝে সে গুণ আছে ৷ বাকী আমি দেখব ৷ দেখবে
তোমার সংসার দিব্বি ভাল চলছে ৷ এক কাজ কর কিছু
সূরা , কিছু রেওয়াত, কিছু কিছু ভাল কিচ্ছা
লোমহর্ষক জাতীয় শিখে নাও ৷ সেইমতে সে অনেক কিছু মূখস্থ করে নিল৷
একদিন কোথাও ছোটখাট অনুষ্ঠানের সংবাদ পেয়ে শয়তানের লোক
ছুটে গেল এবং অর্ধ পড়া লোকটিকে দাওয়াত করার অনুরোধ করল ৷ টাকা পয়সা তেমন লাগবে না শুনে
মালিক রাজী হয়ে গেল ৷
ভাই আমিতো এক পৃষ্ঠার বেশী লিখি না কারণ এতে পাঠক সমাজের সময়ের ব্যাপার আছে তো ৷ তবে সত্য এটাই, ‘অসত্যকে দমন করে সত্যকে জয় করতে
হয়’৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন