বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

আরবী অক্ষরের অজানা ধ্যান (২)



আরবী অক্ষরের অজানা ধ্যান (২)
আবুল কালাম আজাদ বাসু

বন্ধ হয় না নিজ মন্দ কেবল বাঁধে দ্বন্দ্ব
আরবীর অক্ষর জ্ঞান নাই আঁকি ছন্দ
রহস্য যদি নাই থাকে প্রতি সৃষ্টিতে
সুফল আর কুফল থাকত না ধরাতে ৷
আরবীর তৃতীয় অক্ষর কহিলাম
সবারে ‘কাফ’ ভুল পথে আসে মন্দ ৷
আশ্চায্য হবে কেন কারও কথায়
যদি অক্ষরগুলি কবিতার সৌন্দর্য
হত এলোমেলো সব কেন হবে অর্ধকাংশ?
বিধির বিধান বুঝা দায়
নিজেও আছি লিখন ধাঁধাঁয় ৷
চতুর্থ অক্ষর বলি সবাই ‘হা’
কিন্তু নহে তা পেতাম কেবল সুফল
থাকতাম না এই ধরায় দুর্বল
মানুষ সবল হয় সাধনায়
ধৈর্য কষ্টের অর্জনে কর্মফলে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন