বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

শয়তানের ডায়েরী নয় তবে (১)



শয়তানের ডায়েরী নয় তবে (১)
আবুলকালামআজাদবাসু

এদিক সেদিক কিছু ধর্মীয় পুস্তক পাঠ করে আমি ঐ ভদ্র লোকের পথ অনুসরণ করছি ৷ সাধু ও চলতি ভাষা দোষনীয় একথা শুনেছি কিন্তু এবার নিজেই দেখছি ৷ বাংলা পড়ূয়া এক নওজোয়ান তখন কিছু পান করেন নাই তবে কাল লালচে কি যেন দিয়ে পেট পূর্তি করে নিয়েছে ৷ অবশ্য লেখায় ব্যাকরণ ছিল না দেখে ছেলেটি রেগে বললেন আপনার লেখায় হাজারও ভুল রয়েছে ৷  বাবা আমিতো উপন্যাস বা কোন পাঠ্য পুস্তক লিখছি না ৷ আর সেই যোগ্যতাও নেই ৷ তবে মনে জমা রাখা কিছু স্মৃতি এঁকে যাচ্ছি ৷ যাতে তোমরা ইহাকে ভাল রূপ দিয়ে আরও সুন্দর করতে পার ৷ যেহেতু ইহা শয়তানের ডায়েরী নয় তবে উহাই যে মৌলানা নেছার সাহেবের সাথে শয়তানের ঘনিষ্ট সম্পর্ক থাকায় অনেক ধর্মীয় জ্ঞান তিনি লিপিবদ্ধ করেছন ৷ তাঁহার পুস্তক ছিল শয়তানের ডায়েরী ৷ যথাযথ রূপ দিতে পেরেছেন কারণ  তিনি একদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অন্যদিকে ধার্মিক ব্যক্তি ছিলেন ৷  আমার এতসব  লেখার পেছনে শয়তানের যে ভূমিকা একেবারেই নাই  তা বলা  যায় না ৷  আমার প্রথম জীবনে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল ৷ সেই সাথে শয়তানের কুমন্ত্রণা থেকে একেবারেই মুক্ত ছিলাম না ৷ শয়তানের সাথে ঘনিষ্ট পরিচয় না থাকলে এবং যথেষ্ট ধর্মীয় কাহিনী জানা না থাকলে শয়তানের ডায়েরী লেখা যায় না ৷ আল্লাহ নিজেই শিখেয়ে দিয়েছেন শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সদা তা’আউষ নামক দোয়া পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে হয় ৷ তা’আউয নামক দোয়াটি কোরআনের অংশ না হলেও তবে একটি অতিরিক্ত আয়াত যে দোয়া দুজাহানের আনন্দ লাভের ভূমিকা রাখে ৷ মনে মনে শয়তানকে জয় করার আশাই হয়তো ভাল ফল আশা করা যায় এ কারণে আপনার জয় শয়তানের পরাজয় যদিও আমার নিকটবর্তী লোক বিধায় জানি যে সে কখনও পরাজিত হয় না ৷
তবে দোয়াটা সদা তসবিহ্ হিসাবে নিলে শয়তান কোন ক্ষতি করতে পারে না ৷ শয়তান অতি শক্তিশালী না হলে এমন আয়াত যদিও কোরআন নয় হযরত  জিব্রাইল (আঃ) কর্তৃক হযরত (সঃ)কে শিক্ষা দেবার অর্থই হচ্ছে ইহাতে ইহলৌকিক ও পারলৌকিক কিছু গোপন তথ্য বিদ্যমান রয়েছে যা অর্জন করা প্রয়োজন ৷ উচ্চারণঃ আউ’যুবিল্লাহি মিনাশ্ শাইত্বোয়ানির রাজীম ৷
মৌলানা সাহেবের দাওয়াত কবুল করে কয়দিন সফরে বের হয়েছিলাম ৷ শয়তানের সাথে তেমন পরিচয়  ছিল না ৷ শয়তানকে প্রকৃত অবস্থায় দেখতে পাইনি ৷ কারণ শয়তান ও আমার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল সেই হতে তাকে আমি প্রকৃত অবস্থায় দেখতে পাই না ৷ দাওয়াতের বিস্তারিত বিবরণ পেশ করব ইনশ্ আল্লাহ ৷ তবে উক্ত দোয়াটি হামেশা পাঠ করুন ৷ কারণ শয়তানকে বিতাড়িত করার অর্থই আল্লাহকে জয় করা ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন