ভজনা
আবুলকালামআজাদবাসু
যত পার তত কর আল্লাহর স্তুতি,
গাও গান তাঁহারি, ভাব তাঁরে
শয়নে
স্বপনে! তোঁমার তো কারও সাথে
হয়
না তুলনা, প্রিয়াও রাগে কোন
কারণে,
যদি কর তুলনা প্রিয়াও রাগে
ভবে ৷
যত পার তত কর আল্লাহর স্তুতি
৷
তোঁমাকে ভেবে চিন্তে কেউ পায়
না কূল
ইচ্ছা করেই দাও না তুঁমি ধরা
ছোঁয়া,
বলবো আমি যে কি, তুঁমিই শতরূপী
যত পার তত কর আল্লাহর স্তুতি৷
তোঁমায় শুনাব সত্যি তুমি অভিমানী
তুঁমি একাধারে কত কি ! বলবো
আমি
তুঁমিই মনের মাঝে রঙিন আয়না
,
প্রেমাস্পদ গো আর করিও না
বাহনা !
তুঁমি যত কর না কেন চল চাতুরী,
প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ
বুঝবে না
তোঁমার সাথে কারও হয় না তুলনা,
যত পার তত কর আল্লাহর স্তুতি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন