শব্দের কোলাহল
আবুলকালামআজাদবাসু
মন
ঝরা ঝর ঝর শব্দের কোলাহল
আন্দোলিত
মন সদা নড়-বড় ৷
তুমি
কি সেখানে একা1
জ্বালা
শব্দের ঝন ঝন
বাতাসের
শো শো শন শন ৷
কে
বলে, ‘তুমি সেখানে নেই?’
বৃষ্টির
কন কন আওয়াজ
শীতের
কুয়াশার আভাস ৷
এখনও কি তুমি সেখানে?’
জানি
তুমি একা এখানে ৷
আন্দোলিত
মন পাখি সদা
আকাশে
উড়ে নিরিবিলি কথা বলে ৷
আশ্বাসে
ভরপূর ভরসার নাহি পাই কূল
জানি
তুমি একা
বল
তুমি কোথায়?’
তবু
কানে আসে শো শো আওয়াজ ৷
ঘুমের
ঘোরে উঠে দেখি সে নাই
আছে
কেবল কিছু কথা দিবানিশি
তোমার
মূখমণ্ডল এখানে ৷
কইব
কথা মনের সুখে
বলিব
তারে পাওয়ার চেয়ে
না
পাওয়া আজি মোর আনন্দ ৷
তুমিই
আমার সুখপাখী দিও না ধরা ৷
ঝর
ঝর কন কনে শীতে
তোমার
আবরনে আমি নীরব নিস্তদ্ধ
অচিন
পাখিরে নিয়ে ঘুমাব চিরতরে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন