সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

সন্ন্যাসী



        সন্ন্যাসী
আবুলকালামআজাদবাসু

মানুষের অনুভূতি মন-তৃপ্তি
চিন্তাধারার লাগাম গ্রাহক
পিতার তিন সন্তান গুণী
তাঁরা পিতার অনাঢম্বর স্বাধীনতায় বিরূপ,
পরিবারের দ্বন্দ্ব আত্বকলহ 
সংসার ত্যাগী ত্রি-ভ্রাতা
কেহ জঙ্গলে কেউ  বা মঙ্গলে
অন্য ভ্রাতা ত্যাগী, করল না বাস
মঙ্গলে বা জঙ্গলে বিরূপভাবা সৈনিক ৷
পিতার অবর্তমানে ত্রি-ভ্রাতার হৃত সংসার
ফেরত পেয়ে খুশীমনে হল সংসারী আবার ৷
হল উদ্যোগী মঙ্গল বলে, আমি উত্তম ৷
এই বলে সবারে আনল টেনে
সংসার পূনঃগঠনে দিল পদ বাহাদূরী 
বিরূপভাবা, জঙ্গলবাসী ও মঙ্গলবাসী সবারে ;
সবাই একত্রে করল সম্পদ ভাগাভাগি ৷
বাকী দু-ভ্রাতার জঙ্গল ও মঙ্গলদের দিল ভাগ
কিন্তু দু-ভ্রাতার বিরূপবাসী হল নিরাশ,
বিরূপবাসী হাসিয়া কয় হে সর্বভ্রাতা
আজ তোমরা চাঁদের অধিবাসী
আমরাও পিতার অবাধ্য বিরূপবাসী
যদি না হইতাম বিরূপ বিধর্মী,
তবে কি হত না পিতার সংসার ভারী?
এরূপে করেছি কতল পিতার আড়ম্বর বাহাদূরী ৷
সমাজে তোমরাই গুণী মানি
পিতার সংসারের অধিকারী৷
আমরাতো নহি, যত ভোগ বিলাস
কেবল তোমাদেরই তোমরাই ত্যাগী ৷
আমরাও করেছি কতল  পিতার বাহাদূরী,
দম্ভে হাসিয়া উচ্চস্বরে কহিল মঙ্গল
কেবল আমরা এবং আমার অধীনস্থ যারা,
তবে তারাই হবে সুফলভোগী;
তোমরা কেবল সংসারত্যাগী সন্ন্য্যাসী ৷
তোমাদের সুফল আকাশে বাতাসে,
নহে জঙ্গলে ও মঙ্গলে ৷
আজি আমরা পরিবারের হর্তাকর্তা
আকাশ হাসিয়া কয়
গতকাল ছিলে সবাই বিরূপ পিতার অবাধ্য
পিতা যদি পেত তোমাদের কেউ একজন
দোযখ ছাড়া কি বেহেস্ত কি করত  বন্টন?
সুতরাং তোমরা তিনজনই সমান৷
সময়ে থাকতে কর সুবিচার
অন্যায়  অনাচার  চিরজীবন হয় না সুখকর ৷
সম বন্টনে পাওনা কর আদায়
আকাশ ভারী বর্ষণে দিতে পারে
হেলায় অবহেলায় কথিত সন্ন্যাস
ব্রতীদের উপযুক্ত পাওনা
ধৈর্য্যধারণ কারীদের দিয়েছ বঞ্চনা ৷
এ সংসার তোমার আমার ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন