শনিবার, ২ নভেম্বর, ২০১৩

ভাবনা



       ভাবনা
আবুলকালামআজাদবাসু
ভাব ভাবনা কবির ভাবনা
যে যেই পেশায় রত তার
জন্মে থাকে সেই ভাবের ভাবনা ৷
মানুষের কর্ম মানুষ করে
অবান্তর চিন্তা আকাশ কুসুম ৷
শরীরের ষত যাতনা ভাবের
কুমন্ত্রণা অসীমের ব্যঞ্জনা ৷
বয়সে যা সত্য কাল পোহালে
তাহয় জঘণ্য ঘৃণিত ৷
সময় সুযোগে যে জন আপন ছেড়ে,
নিজের ললনাকে করেছে সম্মানিত ৷
তাদের বংশধর হয়েছে গর্বে গর্বিত
আপনজন ছাড়িয়া ললনারে দিয়েছে
পরের অর্জিত যত
কালে পরিশোধে হয়েছে বিজ্ঞ ৷
আজও তারা ভাবেনি মাটি
সে যে মানুষের আপন
মাটি করে না বেঈমানী
জানি তারা সমাজে জ্ঞানী ৷
দিন যখন আসিবে পরজন্ম
জানে না সে কাহিনী ৷
হতে পারেনা তারা সুখী
বংশধর থেকে যায় ললনাময়ী
পরিধান করে পরের গহণা
ভাবে তারা করে নি পাপ,
পরজনম ভাবে তাদের কীর্তি
অসীমের ব্যঞ্জনা বুঝা যায় না ৷
দালান কোটা হয় ঝর্ঝর
হিসাবের খাতা হয় শূন্য ৷
এমন যারা আপনকে দেয় না
তারা নিজ যত প্রাপ্য
ঠকায় তারা আপন আপনি ৷
ভাব ভাবনা কবির ভাবনা
যে যেই পেশায় রত তার
জন্মে থাকে সেই ভাবের ভাবনা ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন