আরবী অক্ষরের অজানা ধ্যান
(৩)
আবুল কালাম আজাদ বাসু
‘হাহ’ অক্ষর আর ‘থোয়া’ অক্ষর
এ দুমিলে
পূর্ণ হল ছয় একে একে চৌদ্দ
অক্ষর গুলি
আরবী ভাষায় অধম বা উত্তম নয়
৷
কবিতার ছন্দ হলে সব অক্ষরই
পেত স্থান ৷
হয়তো যিনি প্রথম করেছেন পাঠ
তিনি কেন বহু বছর গেছে চলে
তবুও হয়নি জানা যত গুণ গুণীর ৷
প্রথম কে বা জানল অর্ধেক অক্ষরের
হয় না প্রকাশ্য জানা অজানা
অর্থ
আরও দুটো অক্ষর পর পর ‘লাম’
আর ‘ইয়া’ ৷
ভাবিলাম দশ অক্ষর পুর্ণ করিব
আরও দুটো অক্ষর যোগ করিয়া,
ভেবেছি লিখায় যোগ করিব কল্পন
৷
পাপে ডুবিয়া আমি নই সব পরীর
মরন ৷
কবিতায় পরীদের কথা কেন?
অজানা অন্য জগত তাপ ছাড়া
মরণ ৷
নফস্ কি বুঝিলাম না একবারই মরণ ৷
তবুও শান্তি পেলাম হায়রে মন
বাঁচলাম,
আছি একেবারে মরিনি,
তাই ‘রা’ আর ‘আইন’ আরবী অক্ষর
মোট দশটি অক্ষর করলাম প্রকাশ,
আইন আরবী অক্ষর বাংলার আইন,
আইন ছাড়া অবাধ্যের কোথাও নাই
স্থান ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন